পুণে: গভীর রাতে পুণেতে ভেঙে পড়ল নির্মীয়মান শপিং মলের (Pune Shopping Mall Collapse) একাংশ। তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে সাত নির্মাণকর্মীর। এ ছাড়াও আহত হয়েছেন বেশ কয়েক জন। নির্মাণকারী সংস্থার তরফে যথেষ্ট সতর্কতা না নেওয়াতেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে সন্দেহ পুলিশের।
পুণের ইয়েরওয়াড়ার শাস্ত্রীনগরে এই দুর্ঘটনা ঘটেছে। নির্মীয়মান ওই বিল্ডিংটিতে আসলে শপিং মল তৈরি হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, মৃত শ্রমিকদের (Migrant Workers) সকলেই বিহার থেকে কাজে এসেছিলেন সেখানে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
পুণে ট্রাফিক পুলিশ কমিশনার রাহুল শ্রীরাম জানিয়েছেন, বেসমেন্টে পার্কিংয়ের জন্য লোহার ১৬ মিলিমিটারের লোহার রড দিয়ে বিরাট জাল তৈরি করা হয়েছিল। আচমকা ওই জাল সেখানে কর্মরত ১০ শ্রমিকের উপর পড়ে। তাতেই বিপত্তি ঘটে।
আরও পড়ুন: India Gate Netaji Hologram Statue: গেটে আলোহীন নেতাজির হলোগ্রাম স্ট্যাচু! প্রতিবাদে তৃণমূল সাংসদরা
ফোনে খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় দমকলবাহিনী। চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করেন তাঁরা। কিন্তু লোহার রডের ওই জাল শ্রমিকদের দেহ ফুঁড়ে বেরিয়ে গিয়েছিল। তার পর যন্ত্রের সাহায্যে জাল কেটে দেহগুলি উদ্ধার করা হয়।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতরের টুইটার হ্যান্ডলে লেখা হয়, 'পুণেতে নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় ব্যাথিত। শোকগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।'
পুণে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ শ্রমিকের। হাসপাতালে নিয়ে গেলে আরও দু’জন মারা যান। পুণে পুলিশের ডেপুটি কমিশনার রোহিদাস পওয়ার বলেন, “নির্মাণকার্যে যথেষ্ট সতর্কতা নেওয়া হয়নি বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।” বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।