মুম্বই: ইন্ডাস্ট্রির তাবড় তাবড় ব্যক্তিত্বদের বিরুদ্ধে বিভিন্ন সময় কড়া মন্তব্য করেছেন কঙ্গনা রানাউত। হৃতিক রোশন, মহেশ ভট্ট থেকে সূরজ পাঞ্চোলি, কর্ণ জোহর, সকলের বিরুদ্ধেই কড়া আক্রমণ শাণিয়েছেন কঙ্গনা।
সম্প্রতি সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ নিয়ে গলা চড়ান কঙ্গনা। বলিউডে তারকা-সন্তানদের কাজ পাইয়ে দেওয়ার জন্য কয়েকটি শিবির ব্যস্ত থাকে বলে অভিযোগ আনেন কঙ্গনা। তাঁর এই অভিযোগের সমর্থনে কথা বলেন পরিচালক শেখর কপূর, অভয় দেওলের মতো মানুষও। সুশান্তের মৃত্যুর পিছনে কঙ্গনা যদি তাঁর অভিযোগ প্রমাণ করতে না পারেন, তাহলে পদ্মশ্রী অবধি ফেরাতে পারেন তিনি! এমনটাই দাবি করলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে।


কঙ্গনা সেই সাক্ষাৎকারে জানান, সুশান্ত মৃত্যুর তদন্তে তাঁকেও ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তিনিও সাহায্য করতে প্রস্তুত।

“আমি মুম্বই পুলিশের তরফে জিজ্ঞাসাবাদের ডাক পেয়েছিলাম। তখন আমি মানালিতে। বলেছিলাম, কাউকে যদি পাঠানো হয় আমার বক্তব্য রেকর্ড করার জন্য। কিন্তু তারপর ওরা আর কিছু জানায়নি। আমি যা কিছু বলেছি, তা যদি আমি প্রমাণ করতে না পারি,তা যদি আমি জনতার দরবারে তুলে ধরতে না পারি, তাহলে আমি পদ্মশ্রীও ফিরিয়ে দেব।" সোজাসাপ্টা মন্তব্য কঙ্গনার।

কঙ্গনার ঝুলিতে তিন-তিনটি জাতীয় পুরষ্কার ছাড়াও আছে পদ্মশ্রী সম্মান।
সুশান্ত মৃত্যুর পরেই কঙ্গনা বলিউডে বিশেষ কয়েকজন মানুষ বা গোষ্ঠীর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তোলেন। কর্ণ জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভট্টদের দিকে আঙুল তুলে কঙ্গনা বলেন, এঁদের টার্গেট শুধু সুশান্ত নন, আরও অনেকেই। যাঁরা চাপে পড়ে আত্মহত্যা করার কথা ভাবতেও পারেন। তাঁর মতে, আদিত্য চোপড়া, মহেশ ভট্ট, রাজীব মসন্দ, কর্ণ জোহরদেরও জেরা করা উচিত পুলিশের।

সুশান্ত মৃত্যুর তদন্তে মুম্বই পুলিশ ইতিমধ্যে পরিচালক সঞ্জয়লীলা বনশালী, অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘি, রিয়া চক্রবর্তী, মুকেশ ছাবরাদের জেরা করেছে। শোনা যায়, শেখর কপূরকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। তবে তিনি সম্ভবত তাঁর বয়ান রেকর্ড করে পুলিশকে পাঠিয়ে দেবেন সরাসরি।