মুম্বই: 'থালাইভি' ছবিতে বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অভিনয় বেশ প্রশংসিত ও সমালোচিত হয়েছে। ছবিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন 'ক্যুইন' তারকা। তবে এই চরিত্রে অভিনয় করা খুব একটা সহজ ব্যাপার ছিল না অভিনেত্রীর জন্য। এই চরিত্রের জন্য তাঁকে ২০ কেজি ওজন বাড়াতে হয়েছিল। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তাঁর এই সাংঘাতিক পরিবর্তনের ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছিল।


তবে 'থালাইভি' ছবির কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, মাত্র ৬ মাসের মধ্যে অভিনেত্রীকে সেই বাড়তি ওজন একেবারে ঝরিয়ে ফেলতে হয়েছে। কারণ তাঁর পরবর্তী ছবি 'ধাকড়'-এর কাজ শুরু করেছেন তিনি। সেখানে তাঁকে এক গুপ্তচরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি তিনি একটি 'তখন ও এখন' ছবি পোস্ট করেছেন নিজের পরিবর্তন দেখানোর জন্য।


কঙ্গনা রানাওয়াত জানাচ্ছেন, চৌত্রিশ বছর বয়সে এসে ২০ কেজি ওজন বাড়ানো এবং তারপর মাত্র ছয় মাসে সেটা ঝরিয়ে ফেলে আগের মতো হতে গিয়ে শরীরে অনেক সমস্যা দেখা দিয়েছে তাঁর। ওজন কমাতে গিয়ে দেহে স্থায়ী 'স্ট্রেচ মার্কস' এসেছে অভিনেত্রীর, জানান সেই কথাও। 


 






'৬ মাসে ২০ কেজি ওজন বাড়ানো ও ৬ মাসে পুরোটা ঝরিয়ে ফেলা, তাও আবার ৩৪ বছর বয়সে আমার শরীরে অনেককিছুই ওলটপালট করে দিয়েছে...আমার দেহে স্থায়ী স্ট্রেচ মার্কও হয়েছে কিন্তু শিল্পকলা জীবনে কোনও না কোনও মূল্যের পরিবর্তে আসে,' ক্যাপশনে লিখেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।


বহু প্রতীক্ষিত 'থালাইভি' বড় পর্দায় মুক্তি পেয়েছে গত ১০ সেপ্টেম্বর। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন এ.এল. বিজয়। এই ছবিটির হিন্দি ভার্সন ডিজিট্যাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ২৫ সেপ্টেম্বর।  


আরও পড়ুন: Khatron Ke Khiladi 11 Finale: দিব্যাঙ্কা ত্রিপাঠিকে হারিয়ে 'খতরো কে খিলাড়ি'র ট্রফি জিতলেন অর্জুন বিজলানি