মুম্বই:  কিংবদন্তি পরিচালক প্রদীপ সরকারের (Pradip Sarkar) প্রয়াণে স্মৃতির শহরে কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এদিন তিনি টুইটে একটি হৃদয়স্পর্শী একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি এক টেবিলে খাবার ভাগ করে নিচ্ছেন পরিচালকের সঙ্গে।


ট্যুইটে এদিন কঙ্গনা পরিচালকের সঙ্গে শেষবার খাবার ভাগ করে নেওয়ার ভিডিওটি শেয়ার করেছেন। লিখেছেন, প্রদীপ দা জানতেন আমি বাঙালি খাবার খেতে ভালবাসি। নটি বিনোদিনী (Noti Binodini)-র একটি প্রস্তুতি নিয়ে সাক্ষাত হয়েছিল সেবার। এরপরেই তিনি স্মৃতির শহরে ডুবে শোকপ্রকাশ করেছেন। পরিচালক প্রদীপ সরকারের প্রয়াণে কার্যতই যে হৃদয়ের একূল ও কূল , দু কূল ভেসে যায়, সেটাই বোঝাতে চেয়েছেন। 









প্রয়াত কিংবদন্তি পরিচালক প্রদীপ সরকার। বয়েস হয়েছিল ৬৮ বছর।  পরিচালকের অন্তিম যাত্রায় রানি মুখোপাধ্যায়, বিদ্যা বালন, দীপিকারা।জানা গিয়েছে, কিডনির অসুখে বহুদিন ধরে ভুগছিলেন প্রদীপ সরকার। আচমকাই শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে যায়। তারপরেই নেওয়া হয় হাসপাতালে। যদিও হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হয়নি। ভোররাতেই সবশেষ। চিরঘুমের দেশে প্রদীপ সরকার। পরিচালকের প্রয়াণে ইতিমধ্যেই তারকাদের ভিড়। পরিচালকের মৃত্যুতে সোশ্যালে অরিন্দম শীল থেকে শুরু কের অম্বরীশ ভট্টাচার্য্য-সহ একাধিক পরিচালক ও অভিনেতা শোকপ্রকাশ করেছেন।পরিচালকের শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছে সান্তাক্রুজ মহাশ্মশানে। বলিউডের প্রায় সকলেই সমবেদনা জানিয়েছেন। 


আরও পড়ুন, কোন ছবির শ্য়ুটিং-এ দিল্লি যাচ্ছেন সারা?


একটা দীর্ঘ সময় অ্যাড ফিল্ম নিয়ে কাজ করেছেন। তারপর রুপোলি পর্দায় বিদ্যা বালনের সঙ্গে 'পরিণীতা' ছবির মধ্য দিয়ে পা রাখা।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনিকে নিয়ে বেশ অন্যভাবে সেলুলয়েড সেফ-সঞ্জয় আর বিদ্যাকে একফ্রেমে ধরেছিলেন। সে ছবিতে সুর দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন শান্তনু মৈত্র।তারপর আর ফিরে তাঁকাতে হয়নি। লাগা চুনরি মে দাগ, লাফাঙ্গে পরিন্দে,মর্দানি,হেলিকপ্টার ইলা, একের পর এক সফল ছবির নিদর্শন রেখেছেন। তবে এর পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও একের পর এক ভাল ভাল কাজ উপহার দিয়ে গিয়েছেন পরিচালক প্রদীপ সরকার। কোল্ড লস্যি অউর চিকেন মশালা, অ্যারেঞ্জ ম্যারেজ, ফরবিডেন লাভ পরপর ওয়েব সিরিজে তার পরিচালনা দেখতে পাওয়া গিয়েছে।