কলকাতা: বলিউডে জেনওয়াই তারকাদের মধ্য়ে অন্য়তম সারা আলি খান (Sara Ali Khan)। শীঘ্রই মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ছবি 'গ্য়াসলাইট'। এবার প্রকাশ্য়ে আসছে তাঁর আরও একটি ছবির তথ্য়। শোনাযাচ্ছে, পরিচালক হোমি আদাজানিয়ার পরবর্তী ছবি 'মার্ডার মুবারক'-এ দেখা যেতে চলেছে সারাকে। আর এই ছবির শ্য়ুটিং এর জন্য়ই দিল্লি যাচ্ছেন অভিনেত্রী। এই ছবিতে দেখা যাবে ভিকি কৌশলকেও।


প্রসঙ্গত, সারা আলি খানের (Sara Ali Khan)  আসন্ন ছবি 'গ্য়াসলাইট' নিয়ে দর্শকের উন্মাদনার পারদ ক্রমশই চড়ছে। দু মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারের পরতে পরতে রোমাঞ্চের গন্ধ। বাবার খুঁজতে গিয়ে রহস্য়ের সন্ধান পায় সারা আলি খান (Sara Ali Khan), এখানে তাঁর চরিত্রের নাম মিশা। ছবিতে রয়েছে সম্পর্কের একাধিক স্তরও। যার আঁচও পাওয়া যাচ্ছে ট্রেলারে। ছবিতে চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh)-এর চরিত্রের নাম রুক্মিনী। হুইলচেয়ার বন্দি সারা হন্য় হয়ে খুঁজতে থাকেন বাবাকে। তার বাবার সহকারীর চরিত্রে অভিনয় করছেন বিক্রান্ত মেসি। যার কাছে সাহায্য় চাইবে সারা। তারপর? ঠিক কোন দিকে মোড় নেবে এই গল্প? সেটা জানতে আপতত অপেক্ষা করতে হবে ৩১শে মার্চ পর্যন্ত। 


আরও পড়ুন...


Gourab Roy Chowdhury: নয় বছর পর নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে খোলা চিঠি লিখলেন গৌরব


জানাযাচ্ছে, এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে সারা বলেছেন,'গ্যাসলাইট আমার জন্য একটি শেখার জায়গা, এর চরিত্র এবং গল্পটি আমি আগে করা চরিত্রগুলোর থেকে অনেকটাই আলাদা। এই ছবিটিতে  অভিনয়ের মাধ্য়মে আমি আমার ভক্তদের কাছে অভিনয়ের বিভিন্ন শেড পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পাব। ছবির গল্প এতটাই আকর্ষণীয় যে আমার বিশ্বাস এটি দর্শকের ধৈর্যে ব্যাঘাত ঘটাবে না।  এমনকি এই ছবির শুটিং পর্বও বেশ উত্তেজনাপূর্ণ ছিল। দর্শক ছবিটি দেখে কী প্রতিক্রিয়া দেবে সেটাই জানার অপেক্ষায় আছি এখন।'


গ্যাসলাইট' (Gaslight)-এর পরিচালক পবন কৃপালানি বলেছেন,'গ্যাসলাইট একটি সাসপেন্স থ্রিলার, ছবিটি আপনাকে গভীরভাবে ভাবাবে এবং গল্প যত এগোবে তত দেখা যাবে রহস্য়ের একাধিক বাঁক ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে, যা আগে থেকে অনুমান করা যায় না। সারা আলি খান, বিক্রান্ত মেসি এবং চিত্রাংদা সিং-এর মতো অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। পাশাপাশি, ডিজনি+ হটস্টারের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পেরে আমি আপ্লুত। দর্শকের আমাদের কাজ কেমন লাগবে তা দেখার জন্য়ই আমি অধীর আগ্রতে অপেক্ষা করছি।'