কলকাতা: তিনি ঈশ্বরে বিশ্বাসী। বিশ্বাস করেন ধর্মেও। আর তাই, নিজের বিশেষ দিনের উদযাপন তিনি শুরু করলেন মন্দিরে গিয়েই। জন্মদিনে হিমাচল প্রদেশের বগলামুখী মন্দিরে হাজির হলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। পুজো দিয়ে শুরু করলেন তাঁর বিশেষ দিনটা। ২৩ মার্চ ৩৭ বছর পূর্ণ করলেন কঙ্গনা। তিনি হিমাচলের মেয়ে। সেখানে আদি বাড়ি রয়েছে তাঁর। জন্মদিনে হিমাচলের সেই মন্দিরেই প্রার্থনা করতে গেলেন তিনি। কী লিখলেন অভিনেত্রী? 


আজ সোশ্যাল মিডিয়ায় মন্দিরে যাওয়ার একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন কঙ্গনা। হলুদের ওপর ভারি কাজের একটি চুড়িদার পরেছিলেন তিনি। সঙ্গে নিয়েছিলেন রঙিন ওড়না। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে কঙ্গনা লেখেন, 'আমার জন্মদিনে এই বছর আমি মা শক্তির দর্শন পেলাম। হিমাচলের বিখ্যাত বগলামুখী মায়ের কাছে আমি গিয়েছিলাম আজ। পরিবারের সঙ্গে শক্তিপীঠ জ্বালাজী-তেও গিয়েছিলাম। পুরাণমতে, এখানে মায়ের জিভ পরেছিল। সেই থেকে এখানে আগুন জ্বলছে। কোনও জল বা অন্য যে কোনও শক্তিই এই আগুন নেভাতে পারে না। আমি আমার চোখের সামনে দেখলাম, পণ্ডিতজী আগুনে জল ঢাললেন আর সঙ্গে সঙ্গে তাতেও আগুন লেগে গেল। ছোটবেলা থেকেই আমি জ্বালাদেবীর মন্দিরে আসতাম। আজ, বহু বছর পরে মা আবার আমায় ডাকলেন। জয় মাতা দি।'


এখানেই শেষ নয়, অভিনেত্রী আরও লেখেন, 'কথিত আছে এই মন্দির নাকি সমস্ত বিষ হরণ করে নেয়। আজ আমি আমার জন্মদিনে এই মন্দিরে পুজো দিতে এসেছি। আমার শত্রুদের বিনাশ হোক আর আমার কল্যাণ হোক।' এর আগে, রামমন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় হাজির হয়েছিলেন কঙ্গনা। তাঁকে দেখা গিয়েছিল বারে বারে 'জয় শ্রী রাম' ধ্বনি দিতে। বিভিন্ন উৎসব থেকে শুরু করে বিশেষ দিনে মন্দিরে যাওয়াকে জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ করে ফেলেছেন কঙ্গনা।


 






 


আরও পড়ুন: Soumitrisha Exclusive: ছোটবেলায় অনুমতি ছিল না বাড়ি থেকে বেরনোর, বড়পর্দায় পা রাখার পরে দোলে কী পরিকল্পনা সৌমিতৃষার?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।