বয়ফ্রেন্ডের যদি এই গুন না থাকে, তাহলে ডাম্প করে দেবেন কঙ্গনা, কি গুন জানেন?

Continues below advertisement
মুম্বই: কঙ্গনা রানাউতের দেশপ্রেম কতটা গভীর, সেটা তাঁর সাম্প্রতিক এক মন্তব্য থেকে বোঝা গিয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর বয়ফ্রেন্ডের মধ্যে যদি যথেষ্ট দেশপ্রেম না থাকে, তাহলে তিনি তাঁকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন। একটি চ্যাটে নিজের ব্যক্তি জীবন, প্রেমিক সম্পর্কে বলতে গিয়ে অকপটে একথা স্বীকার করেন শ্রীদেবী। নিজের জন্মভূমি, দেশের প্রতি কঙ্গনার প্রেম এতটাই গভীর যে, তাঁর বয়ফ্রেন্ড যদি দেশকে শ্রদ্ধা না করেন, তাহলে সেই মানুষের তাঁর কাছে কোনও মূল্য নেই। তাহলে কি এমন মানুষের সন্ধান কঙ্গনা পেয়ে গিয়েছেন, যাঁর সবরকমের গুনের সঙ্গে দেশপ্রেমের গুনটিও রয়েছে। কারণ, কয়েকদিন আগেই এক সাক্ষাতকারে কঙ্গনা বলেন, আগামী বছর ফেব্রুয়ারির মধ্যেই বিয়ে করতে পারেন তিনি। এইমুহূর্তে পেশাদার জগতে তিনি ‘মণিকর্ণিকা:দ্য কুইন অফ ঝাঁসি’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।
Continues below advertisement
Sponsored Links by Taboola