দেখুন: বিরাট কোহলির রাগকে ভয় লাগে, বললেন ঋষভ পন্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Mar 2019 03:02 PM (IST)
নয়াদিল্লি: ব্যাট হাতে যথেষ্ট সাহসী উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। কোনও বোলারকেই রেয়াত করাটা তাঁর ধাতে নেই। কিন্তু ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির রাগকে খুব ভয় করেন এই তরুণ ক্রিকেটার। দিল্লি ক্যাপিটলসের ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিওতে ঋষভ বলেছেন, আমি কাউকেই ভয় পাই না। কিন্তু বিরাট ভাইয়া রেগে গেলে ভয় লাগে। কিন্তু সব কিছু ঠিকঠাক করলে তিনি কেন রাগ করবেন? কোনও ভুলের জন্য কেউ রেগে গেলে তা ভাল..কারণ, এর ফলে ভুল থেকে শিক্ষা নেওয়া যায়। ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই বেশ কিছু চোখধাঁধানো ইনিংস খেলেছেন ঋষভ। মহেন্দ্র সিংহ ধোনি অবসর নিলে তিনিই তাঁর জায়গায় দলে থাকবেন বলে ধরে নেওয়া হচ্ছে। যদিও তাঁর উইকেট কিপিং নিয়ে কোহলিকে কখনও কখনও হতাশ হতে দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে ধোনির কায়দায় স্ট্যাম্প আউট করতে গিয়ে অতিরিক্ত একটি রান দিয়ে বসেছিলেন ঋষভ। এই ঘটনায় কোহলিকে ক্ষুব্ধ দেখিয়েছিল।