মুম্বই: বুলডোজার-কটাক্ষের পরদিনই বেআইনি নির্মাণের অভিযোগে কঙ্গনা রানাউতের অফিস ভাঙার কাজ শুরু করল বৃহন্মুম্বই পুরসভা। গতকাল পুরসভার তরফে নোটিস সেঁটে দেওয়া হলেও, বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়নি। নোটিস পাওয়ার পরেই বুলডোজার আনা হয়নি বলে ট্যুইটারে কটাক্ষ করেন কঙ্গনা।



আরও দেখুন: মুম্বইয়ে কঙ্গনার অফিস ভাঙতে এল বুলডোজার, 'আজ আরও একবার রাম মন্দির ভাঙা হবে', ট্যুইটে প্রতিক্রিয়া অভিনেত্রীর

এরপরই বুধবার বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেত্রীর মণিকর্ণিকা ফিল্মসের অফিস ভাঙার নোটিস দেওয়ার পর ভাঙার কাজ শুরু হয়।  যদিও কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি জানিয়েছেন, আজ সাড়ে বারোটায় আদালতে এই মামলার শুনানি। তার আগে ভাঙার কাজ শুরু করে বেআইনি কাজ করেছে বৃহন্মুম্বই পুরসভা, দাবি তাঁর।

অন্যদিকে আজই কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে হিমাচল থেকে মুম্বই ফিরছেন কঙ্গনা। এয়ারপোর্টে তাঁরে ঘিরে রাখে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তাবাহিনী। এরই মধ্যে মুম্বইতে তাঁর মণিকর্ণিকা ফিল্মসের অফিস ভাঙার খবর পান তিনি। এরপরই ট্যুইটে একের পর এক আক্রমণ শাণান কঙ্গনা।

বেআইনি নির্মাণের অভিযোগে নিজের অফিস ভাঙা নিয়ে ট্যুইটারে কটাক্ষ করে কঙ্গনা লেখেন, মণিকর্ণিকা ফিল্মসে অযোধ্যা সিনেমার ঘোষণা হয়েছে। এই অফিস আমার কাছে রাম মন্দির। আজ বাবর বাহিনী সেখানে এসেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হবে। আরও একবার রাম মন্দির ভাঙা হবে। কিন্তু মনে রাখ্ বাবর, এই মন্দির আবার তৈরি হবে। এই মন্দির আবার তৈরি হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার।




দ্বিতীয় ট্যুইটে কঙ্গনা লেখেন, পাকিস্তান....। গণতন্ত্রের মৃত্যু।




এরপর ফের ট্যুইট করেন অভিনেত্রী। লেখেন, আমি কখনও ভুল করিনি। আমার শত্রুরা বারবার প্রমাণ করছে যে আমার মুম্বই এখন পাক অধিকৃত কাশ্মীর।



মঙ্গলবার বেআইনি নির্মাণের অভিযোগে মুম্বইয়ের পালি হিলসে কঙ্গনা রানাউতের অফিসে নোটিস লাগিয়ে দেয় শিবসেনা পরিচালিত বৃহন্মুম্বই পুরসভা। তাদের অভিযোগ, অফিস তৈরির সময় বিএমসি-র নিয়মগুলি মানা হয়নি। অফিসের দোতলার অংশটি বেআইনি ভাবেই তৈরি করা হয়েছে। নকশায় যে অংশটিকে টয়লেট বলে দেখানো হয়েছিলো, সেটিকে এখন অন্য কাজে ব্যবহার করা হয়। পাল্টা কঙ্গনার দাবি, তাঁর অফিস সম্পূর্ণ ভাবে আইন মেনেই তৈরি করা হয়েছে। কঙ্গনা কটাক্ষের সুরে টুইট করে বলেছেন, বিএমসি আমার বিরুদ্ধে ক্যাভিয়েট ফাইল করেছে। ওরা আমার বাড়ি ভাঙতে মরিয়া। ওরা আমার বাড়ি ভাঙলেও, আমার মনোবল আরও বাড়বে।