নয়াদিল্লি: ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ও দুর্দান্ত ব্যবসা করা ছবিগুলির অন্যতম 'কান্তারা' (Kantara)। ঋষভ শেট্টি (Rishab Shetty) পরিচালিত এই ছবি মূলত মুখে মুখে প্রচার পায় বেশি এবং সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা করা কন্নড় (Kannad) ছবি হয়ে ওঠে। 'কান্তারা'র অভাবনীয় সাফল্যের পর 'কান্তারা ২' (Kantara 2) নিয়ে চলছে পরিকল্পনা।
আসছে 'কান্তারা ২', দেখা যাবে ঊর্বশী রৌতেলাকে?
'কান্তারা ২' আসছে, শোনা গিয়েছিল আগেই। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ঊর্বশী রৌতেলা (Urvashi Rautela)। ঘোষণা করেন তিনি এবার ঋষভ শেট্টির ছবির অংশ হতে চলেছেন।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ঊর্বশী। ঋষভের সঙ্গে পোজ দিতে দেখা যায় তাঁকে। ক্যাপশনে লেখেন, 'হ্যাশট্যাগ কান্তারা ২'। প্রসঙ্গত, 'কান্তারা' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন পরিচালক ঋষভ শেট্টি নিজেই।
জানুয়ারি মাসের শেষার্ধেই ঘোষণা হয়েছিল ছবির দ্বিতীয় ভাগের। সব ভাষা মিলিয়ে 'কান্তারা' প্রায় ৪০০ কোটি টাকা আয় করেছে। শোনা যাচ্ছে, 'কান্তারা ২' হবে প্রথম ছবির 'প্রিক্যুয়েল'। অর্থাৎ 'কান্তারা'র গল্পের শুরু হবে 'কান্তারা ২'-এর গল্পের শেষের পর। একই প্রেক্ষাপট অর্থাৎ দক্ষিণ কর্ণাটকের প্রেক্ষাপটে একেবারে অন্য একটি গল্প হবে সেই ছবির।
'কান্তারা' তৈরিতে খরচ হয়েছিল মাত্র ১৫ কোটি টাকা। তবে এই ছবি প্রত্যেক ভাষা মিলিয়ে ৪০০ কোটি টাকা আয় করে। ব্লকবাস্টার হিট করে এই ছবি। ঋষভ শেট্টি অভিনীত ও পরিচালিত এই ছবি সকলের থেকে প্রশংসা পেয়েছে। কিংবদন্তি অভিনেতা কমল হসান এই ছবির সঙ্গে মালয়লম ক্লাসিক 'নির্মালয়ম'-এর তুলনা টানেন। পরিচালক হিসেবে ভূয়সী প্রশংসা পান ঋষভ।
আরও পড়ুন: Kangana Ranaut: কঙ্গনার নিশানায় আমির খান, 'বেচারা' বলে কটাক্ষ অভিনেতাকে
এক সাক্ষাৎকারে ছবির নির্মাতাদের তরফে জানানো হয়, ঋষভ এখন গল্পটি লিখছেন এবং ছবিটি নিয়ে গবেষণা করতে দুই মাস ধরে তাঁর লেখক সঙ্গীদের নিয়ে উপকূলীয় কর্ণাটকের জঙ্গলে রয়েছেন। জানা গেছে, ছবির শ্যুটিং শুরু হতে পারে জুন মাসে, কারণ ছবির একাংশে বর্ষাকালের প্রয়োজন রয়েছে। সব ঠিক থাকলে, সামনের বছর এপ্রিল বা মে মাসে ছবির মুক্তি হবে।