নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে এক ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্যবধানে ম্য়াচ জিতে বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) এগিয়ে গিয়েছে ভারত। ব্যাট হাতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা শতরান হাঁকান। তবে বিরাট কোহলি (Virat Kohli) ১২ রানের বেশি করতে পারেননি। তবে মাঠে কিন্তু বেশ খোশমেজাজেই দেখা গেল বিরাট কোহলিকে। এমনকী মাঠের মাঝেই নাচতেও দেখা যায় বিরাটকে।


নাগপুরে পাঠান


কোহলিকে মাঠে নাচতে দেখার ঘটনা নতুন নয়, এর আগেও বহুবার তাঁকে গানের তালে বা অনেক সময় এমনিও মাঠে নাচতে দেখা যায়। নাগপুরে ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের তৃতীয় দিনে, অস্ট্রেলিয়ার ইনিংস শুরুর আগেও ফের একবার নাচতে দেখা যায় বিরাটকে। সম্প্রতিই শাহরুখ খানের পাঠান সিনেমা মুক্তি পেয়েছে। সেই সিনেমার 'ঝুমে জো পাঠান' গানটি বেশ জনপ্রিয়তাও লাভ করেছে। বিরাটকে মাঠে সেই গানেরই 'হুক স্টেপ' করতে দেখা গেল।


অবশ্য বিরাট একা নন, তাঁর সঙ্গে সঙ্গে আরেক তারকা ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজাকেও (Ravindra Jadeja) নাচতে দেখা গেল। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শুরুর আগে ভারতীয় দল একসঙ্গে মাঠের বাউন্ডারির সামনে জড়ো হয়। তখনই কোহলি ও জাডেজাকে নাচতে দেখা যায়।


 






জাডেজার শাস্তি


ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচের মাধ্যমেই পাঁচ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটান রবীন্দ্র জাডেজা । ম্যাচে অনবদ্য পারফর্ম করে জাডেজা ম্যাচ সেরাও হন। তবে প্রত্যাবর্তন ম্যাচেই বিতর্ক। ম্যাচের প্রথম দিনেই জাডেজাকে খেলা চলাকালীন আঙুলে এক ধরনের ক্রিম লাগাতে দেখা যায়। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। এবার এই ঘটনার জেরে কড়া শাস্তিও পেলেন ভারতের তারকা অলরাউন্ডার।


আম্পায়ারকে না জানিয়ে ম্যাচের মাঝে বোলিং আঙুলে ক্রিম লাগানোর জন্য ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে জাডেজাকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এখানেই শেষ নয়, কাটা যায় তাঁর ম্যাচ বাবদ প্রাপ্ত বেতনের ২৫ শতাংশও। তবে অজি মিডিয়ার দাবিকে নস্যাৎ করে দেয় আইসিসি। অজি মিডিয়ার একাংশ দাবি করেছিল যে বল বিকৃত করার লক্ষ্যেই জাডেজা তাঁর আঙুলে ওই ক্রিম ব্যবহার করেছিলেন। আইসিসি নিশ্চিত যে এমন কোনও ঘটনা ঘটেনি। প্রথম টেস্টে উপস্থিত আইসিসির প্রতিনিধিরা বলের পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেন যে জাডেজা কোনওভাবেই বল বিকৃত করেননি।


আরও পড়ুন: স্বজনপোষণের ফলেই দলে সুযোগ পাচ্ছেন রাহুল, বিস্ফোরক অভিযোগ বেঙ্কটেশ প্রসাদের