মুম্বই: কৃষ্ণসার হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের সাজাপ্রাপ্ত বলিউড তারকা সলমন খানের পাশে দাঁড়াতে গিয়ে একের পর এক বিতর্কিত ট্যুইট করে বসলেন কমেডিয়ান কপিল শর্মা। তিনি এই ট্যুইটগুলিতে সংবাদমাধ্যমের বিরুদ্ধেও আপত্তিকর ভাষা ব্যবহার করেন। পরে অবশ্য ট্যুইটগুলি মুছে দেন তিনি। এই কমেডিয়ান দাবি করেন, তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল।

আজ বিতর্কিত ট্যুইটের শুরুতেই কপিল দাবি করেন, সলমন ভাল মানুষ ও মানুষকে সাহায্য করেন। পরে ‘সিস্টেম’-কে দোষারোপ করে কপিল লেখেন, ‘আমি এমন অনেকের সঙ্গে কথা বলেছি যাঁরা আমাকে বলেছেন, তাঁরা সিংহ শিকার করেছেন। সলমন মানুষকে সাহায্য করেন। তিনি একজন ভাল মানুষ। তিনি অপরাধ করেছেন কি না আমি জানি না। কিন্তু সিস্টেম নিকৃষ্ট মানের। আমাকে ভাল কাজ করতে দিন।’



সংবাদমাধ্যমকে তোপ দেগে কপিল লেখেন, ‘শুধু খবরের কাগজ বিক্রি করার জন্যই নেতিবাচক খবর পরিবেশন করা হচ্ছে। আমি প্রধানমন্ত্রী হলে ভুয়ো খবর প্রকাশকারীদের ফাঁসি দিতাম।’