মুম্বই: ছেলে তৃষাণের (Trishaan) প্রথম জন্মদিন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মিষ্টি ছবি পোস্ট করলেন কপিল শর্মা (Kapil Sharma)। ১ ফেব্রুয়ারি ২০২১ সালে জন্ম হয় তৃষাণের। কৌতুক অভিনেতা কপিল শর্মা তাঁর পোস্ট আশীর্বাদ ও আদরে ভরিয়েছেন একরত্তিকে। তাঁর পোস্টে ছোট্ট তৃষাণকে শুভেচ্ছা জানিয়েছেন বিপাশা বসু, টাইগার শ্রফ, রিচা শর্মার মতো একাধিক টিনসেল তারকা।
সম্প্রতি ডিজিট্যাল প্ল্যাটফর্মে পা রেখেছেন কপিল শর্মা। নেটফ্লিক্সের কমেডি স্পেশালে নাম লিখিয়েছেন তিনি। এদিন ছেলের প্রথম জন্মদিন পালন করতে দেখা গেল তাঁকে। পুঁচকের মিষ্টি একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'আজ আমার ছেলে তৃষাণের প্রথম জন্মদিন। আপনাদের সকলের ভালবাসা ও আশীর্বাদ প্রয়োজন। শুভ জন্মদিন, অসংখ্য ধন্যবাদ আমাদের জীবনে এসে এটাকে আরও সুন্দর করে তোলার জন্য। ঈশ্বর তোমার মঙ্গল করুন।'
কপিল শর্মার এই পোস্টে ছোট্ট তৃষাণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বিপাশা বসু লিখেছেন, 'শুভ জন্মদিন মিষ্টি তৃষাণ'। অন্যদিকে টাইগার শ্রফ লেখেন, 'শুভ জন্মদিন তৃষাণ'। কৌতুক অভিনেত্রী ভারতী সিংহ লেখেন, 'শুভ জন্মদিন তৃষু'। রিচা শর্মা লেখেন, 'শুভ জন্মদিন ছোট্ট রাজপুত্র'।
'পিতৃ দিবস' উপলক্ষ্যে প্রথম কপিল শর্মা তাঁর সন্তানদের ছবি প্রকাশ্যে আনেন। তাঁর দুই সন্তান, তৃষাণ ও আনায়রা।
আরও পড়ুন: Jackie Shroff Birthday: জন্মদিনে জ্যাকি শ্রফকে শ্রদ্ধা 'ফ্যানবয়' অভিষেক বচ্চনের
কপিল শর্মা এবং তাঁর স্ত্রী গিনি চতর্থ ১ ফেব্রুয়ারি, ২০২১ সালে দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন। পুত্র সন্তান, তৃষাণের জন্ম হয়। কপিল তাঁর ভক্তদের সঙ্গে খুশির খবর ভাগ করে নেন ট্যুইটারে। এই দম্পতি ১২ ডিসেম্বর, ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন। তাঁদের প্রথম সন্তান আনায়রার জন্ম হয় ১০ ডিসেম্বর, ২০১৯ সালে।