শেষ পর্যন্ত আরকে স্টুডিও বিক্রি করে দিচ্ছে কপূর পরিবার
Web Desk, ABP Ananda | 26 Aug 2018 07:20 PM (IST)
মুম্বই: প্রয়াত রাজ কপূরের হাতে ১৯৪৮ সালে মুম্বইয়ের চেম্বুরে তৈরি আর কে স্টুডিও শেষ পর্যন্ত বেচে দেওয়ার সিদ্ধান্ত নিল কপূর পরিবার। বলা হচ্ছে, গত বছরের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ওই স্টুডিও নতুন করে নির্মাণ করা আর্থিক দিক থেকে বাস্তবসম্মত, লাভজনক নয়, তাই সেটি বিক্রি করে দেওয়াই শ্রেয় মনে করছে তারা। দীর্ঘ দশকের পর দশক একাধিক জনপ্রিয় ছবি তৈরি হয়েছে সেখানে। আরকে স্টুডিওতে গত বছরের ১৬ সেপ্টেম্বর সুপার ডান্সার রিয়েলিটি শোয়ের সেটে ভয়াবহ আগুন লাগে। গ্রাউন্ড ফ্লোরটি পুরো পুড়ে ছাই হয়। যদিও কেউ হতাহত হয়নি। ‘স্টেট অব দি আর্ট টেকনোলজি’ ব্যবহার করে নানা ইতিহাসের সাক্ষী ওই স্টুডিও আবার নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছিলেন ঋষি কপূর, কিন্তু তাঁর ভাই রণধীর এটা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন। তিনি সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ঠিকই, আমরা আরকে স্টুডিও বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। বিক্রির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। গত বছরের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্টুডিও নতুন করে গড়ে তোলার কোনও অর্থ হয় না। আর্থিক দিক থেকে এর মধ্যে বিচক্ষণতা নেই। আরকে ব্যানারে ওখানে তৈরি হয়েছে আগ, বরসাত, আওয়ারা, শ্রী ৪২০, জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায়, মেরা নাম জোকার, ববি, সত্যম শিবম সুন্দরম, রাম তেরি গঙ্গা মইলির মতো বহু ছবি। শেষ আরকে-র ব্যানারে তৈরি হয়েছে ঋষি কপূরের নির্দেশনায় আ অব লওট চলে। ১৯৮৮ সালে রাজ কপূরের মৃত্যুর পর তাঁর ছেলে রণধীর স্টুডিওর দায়িত্ব নেন। পরে তাঁর ছোট ভাই রাজীব কপূর নির্দেশনা দেন ‘প্রেম গ্রন্থ’ ছবির।