ব্রিজটাউন: টি-২০-র ইতিহাসে কোনও ম্যাচে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড গড়লেন পাকিস্তানের দীর্ঘকায় বাঁ হাতি পেসার মহম্মদ ইরফান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে চার ওভার বল করে তিনটিই মেডেন নিলেন তিনি। মাত্র এক রান দিয়ে দু’টি উইকেট নিলেন এই পেসার। তাঁর প্রথম ২৩টি বলে কোনও রান নিতে পারেননি ব্যাটসম্যানরা। শেষ বলে একটিমাত্র রান হয়। ক্রিস গেইল ও এভিন লিউইসের উইকেট নেন ইরফান।



এর আগে টি-২০-তে কোনও ম্যাচে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার পেসার ক্রিস মরিস ও শ্রীলঙ্কার পেসার চানাকা ওয়েলেগেদারার। ২০১৪ সালে র‌্যাম স্ল্যাম টি-২০-তে এবং ২০১৫ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-২০ প্রতিযোগিতায় চার ওভার বল করে মাত্র দু’রান দিয়েছিলেন মরিস ও ওয়েলেগেদারা। তাঁদের ছাপিয়ে গেলেন ইরফান।