মা সারিকার সঙ্গে পর্দায় কাজ করার ইচ্ছা শ্রুতি হাসানের
Web Desk, ABP Ananda | 26 Aug 2018 04:17 PM (IST)
নয়াদিল্লি: নিজের সৌন্দর্য্যের জন্য হামেশাই লাইমলাইটে থাকেন বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। শ্রুতির যে কোনও ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তাঁর অনুরাগীরা। সম্প্রতি, একটি সাক্ষাতকারে, শ্রুতি খোলসা করেছেন, তিনি কার সঙ্গে অভিনয় করতে চান, কার সঙ্গে পর্দায় আসতে চান। ওই সাক্ষাতকারে, শ্রুতি জানান, তিনি তাঁর মা তথা প্রাক্তন অভিনেত্রী সারিকার সঙ্গে অভিনয় করতে চান। প্রসঙ্গত, শ্রুতির বাবা কমল হাসানও দিকপাল অভিনেতা। কিন্তু শ্রুতি বলেন, আমি মায়ের সঙ্গে কাজ করতে চাই। আমাদের একটি প্রোডাকশন হাউস আছে। সম্প্রতি, সেখানে একসঙ্গে কাজ করা শুরু করেছি। তবে, পর্দায় একসঙ্গে কাজ করতে চাই।