তাঁর স্বামী কর্ণ সিংহ গ্রোভার রোম্যান্টিক, তিনি বাস্তববাদী, বললেন বিপাশা
ABP Ananda, Web Desk | 06 Dec 2016 11:52 AM (IST)
মুম্বই: তাঁর স্বামী কর্ণ সিংহ গ্রোভার রোম্যান্টিক চরিত্রের মানুষ। কিন্তু ভালবাসার ক্ষেত্রে তিনি বাস্তববাদী। বললেন বিপাশা বসু। বিপাশার কথায়, কর্ণ অত্যন্ত রোম্যান্টিক, এ ব্যাপারে তিনি কর্ণের সমকক্ষ নন। তিনি ভীষণ বাস্তববাদী। এভাবে পরস্পরকে ব্যালান্স করে চলেন তাঁরা। এ বছর এপ্রিলে টিভি অভিনেতা কর্ণ সিংহ গ্রোভারকে বিয়ে করেছেন বিপাশা। কিছুদিন আগে শোনা গিয়েছিল, দু’জনের মধ্যে সম্পর্ক খুব একটা ভাল যাচ্ছে না। সে ব্যাপারে বিপাশার মন্তব্য, তিনি খবরের কাগজ পড়েন না। তবে সোশ্যাল মিডিয়া থাকায় গুজব সবই কানে এসেছে তাঁর। কিন্তু নিজের জীবনের সম্পর্কে সবথেকে ভাল তিনিই জানেন। বিয়ের আগে কর্ণ-বিপাশা একসঙ্গে ‘অ্যালোন’ ছবিতে কাজ করেন। তখন থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। ফের তাঁদের একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিজে জানতে চাওয়া হলে বিপাশা জানিয়েছেন, এ ধরনের অনেক অফার পেয়েছেন তাঁরা। কিন্তু ডেট, আর্থিক দিক-সব কিছু ঠিকঠাক হতে হবে।