নয়াদিল্লি: ৫২ পূর্ণ করলেন বলিউডের তারকা পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর (Karan Johar Birthday Bash)। ২৫ মে তাঁর জন্মদিন। তার আগের সন্ধ্যায়, কর্ণের বাড়িতে বসল চাঁদের হাট। শুক্রবার রাতে প্রায় গোটা বলিউডই হাজির ছিল কর্ণের বাড়িতে। গত রাতে অনিল কপূর (Anil Kapoor), কাজল (Kajol), ফারাহ খান (Farah Khan) প্রমুখকে দেখা যায় জন্মদিনের পার্টিতে।
কর্ণ জোহরের ৫২তম জন্মদিন পালন
কর্ণ জোহরের জন্মদিনে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী কাজল, যাঁর ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সাদা কালো পোশাকে নজর কাড়েন তিনি। তার ওপরে হলুদ জ্যাকেট, পায়ে স্নিকার্স। একগুচ্ছ ছবি তিনি নিজেও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। বার্থডে বয় কর্ণ জোহরকে দেখা যায় কালো পোশাকে। পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানকে পার্টিতে দেখা যায়। নীল রঙের পোশাকে নজর কাড়েন। পাপারাৎজিদের দেখে হাতও নাড়েন তিনি।
এদিনের পার্টিতে হাজির হন অভিনেতা অনিল কপূর। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সুনীতা কপূর। দু'জনকে কালো পোশাকে ট্যুইনিং করতে দেখা গেল। এছাড়াও ছিলেন নাতাশা পুনাওয়ালা, আদর পুনাওয়ালা, শকুন বাত্রা প্রমুখ।
কাজের ক্ষেত্রে কর্ণ জোহর বহুদিন পর 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির হাত ধরে পরিচালকের আসনে ফেরেন। ছবিতে জুটি বাঁধেন আলিয়া ভট্ট ও রণবীর সিংহ। এছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, বাংলার টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায় প্রমুখ। ছবি মুক্তি পায় ২০২৩ সালে।
কর্ণ জোহরের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে স্পোর্টস ড্রামা 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'। অভিনয়ে জাহ্নবী কপূর ও রাজকুমার রাও। ৩১ মে এই ছবি মুক্তি পাওয়ার কথা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।