মুম্বই: বলিউডে দীর্ঘদিন ধরে কাজ করছেন কর্ণ জোহর (Karan Johar)। অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং আরও নানা ভূমিকায় তাঁকে দেখা যায়। সেই কর্ণ জোহরকেই সম্প্রতি জিজ্ঞাসা করা হয়েছিল তাঁর বায়োপিক প্রসঙ্গে। জানতে চাওয়া হয়েছিল যে, যদি কোনওদিন তাঁর বায়োপিক তৈরি হয়, তাহলে তাঁর চরিত্র অভিনয়ের জন্য সঠিক অভিনেতা কে হবেন। নিজের পছন্দের অভিনেতার নাম জানিয়ে দেন কর্ণ।
নিজের বায়োপিকে মুখ্য চরিত্রে কাকে দেখতে চান কর্ণ জোহর?
সম্প্রতি একটি লাইভ শোয়ে উপস্থিত ছিলেন কর্ণ জোহর। সেখানেই 'কুছ কুছ হোতা হ্যায়' পরিচালককে তাঁর বায়োপিক প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। কর্ণ বলেন, 'আমার মনে হয় রণবীর সিংহ (Ranveer Singh)। ও অসাধারণ একজন অভিনেতা। আর আমার মনে হয়' ওই আমার চরিত্র সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারবে।
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: শীঘ্রই বিয়ের পিঁড়িতে? কৃতীকে বিয়ের প্রস্তাব দিলেন প্রভাস?
ছবির জগতের পরিবারেই জন্ম কর্ণ জোহরের। তাঁর বাবা ছিলেন প্রযোজক যশ জোহর। কর্ণ পরিচালনায় আসেন 'কুছ কুছ হোতা হ্যায়' ছবি দিয়ে। পরবর্তীকালে বহু ছবি পরিচালনা করেছেন। 'কভি খুশি কভি গম', 'কভি আলবিদা না কহেনা', 'মাই নেম ইজ খান', 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'। এই ছবিগুলি তার মধ্যে অন্যতম। বক্স অফিসে দুর্দান্ত সাফল্যও পায় ছবিগুলি। শুধু পরিচালনাই নয়। তিনি প্রযোজনাও করেছেন বেশ কিছু ছবি। সম্প্রতি কর্ণ জানান, তিনি চান তাঁর বায়োপিকে যেন তাঁর ছেলেবেলা দেখানো হয়। কারণ হিসেবে জানান, এটা খুব সহজ ঘটনা নয়। কারণ, ছেলেবেলায় তাঁকে অনেক অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তাই তিনি চান, সেই ঘটনাগুলি যেন দর্শক জানতে পারে।
কর্ণ জোহর বলেন, 'আমার ছোটবেলা অসাধারণ ছিল। আমার বাবা-মা আমাকে জীবনের সমস্ত পাঠ শিখিয়েছেন। কিন্তু আমি অন্য আর পাঁচটা বাচ্চার মতো ছিলাম না। তাই ছোটবেলা থেকেই আমাকে অনেক অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। মুখোমুখি হতে হয়েছে সেই সমস্ত পরিস্থিতিগুলোর। বাকিদের থেকে আলাদা ছিলাম আমি। তার জন্য আমাকে অনেক দামও চোকাতে হয়েছে। যখন পিছনে ফিরে তাকাই, তখন মনে হয়, সেগুলোই আমাকে ক্ষমতা জুগিয়েছে। তাই আমি অনেক কিছু শিখতে পেরেছি।'