সিরসা এই সেলেবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এঁদের ডোপ টেস্টেরও দাবি করেছেন তিনি। দাবি করেছেন, এঁদের বিরুদ্ধে এফআইআর করা হোক। তারকারা অবশ্য এখনও এ নিয়ে কোনও মন্তব্য করেননি।
সোশ্যাল মিডিয়ার অবশ্য ঘোরতর সন্দেহ, দীপিকা, রণবীররা ড্রাগ নিয়েছিলেন। তবে সবথেকে বেশি সন্দেহের শিকার ভিকি কৌশল। নেটিজেনদের দাবি, আর কারও হোক বা না হোক, তাঁর ডোপ টেস্ট অবশ্যই হোক। ওই পার্টি থেকে ভিকির যে ছবিটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে তাঁর ঢুলু ঢুলু চোখ। অনেকের দাবি, লাল সোফায় যে সাদা লাইন দেখা যাচ্ছে, সেগুলো আসলে সাদা গুঁড়ো। যদিও এই সব দাবি কতটা সত্যি বলা মুশকিল।
কর্ণ জোহর অবশ্য যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, যাকে ড্রাগ বলা হচ্ছে, সেই লাইনগুলো আসলে আলোর রেখা। যদিও কর্ণ নতুন করে ভিডিও পোস্ট করায় বিতর্ক কমার বদলে বেড়ে গিয়েছে বেশ কয়েক গুণ।
সিরসা ওই পার্টিতে যোগ দেওয়া দীপিকা, রণবীর, বরুণ, ভিকি, শাহিদ, অর্জুন কপূর, মালাইকা অরোরা, পরিচালক জোয়া আখতার ও অয়ন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ড্রাগ নেওয়ার অভিযোগ আনেন। লেখেন, এই নেশাড়ুদের জায়গা জেল, সমাজ নয়।