এখনও পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ এই ভিডিও দেখেছেন। লতার এই কালজয়ী গান কী অসামান্য সৌন্দর্যে ফুটে উঠেছে এই ভবঘুরে মহিলার কণ্ঠে। ভিক্ষে করেন রাণাঘাট স্টেশনে, গোটা দেশ মুগ্ধ হয়ে শুনছে এই ভবঘুরে মহিলার কিন্নরকণ্ঠ
ABP Ananda, Web Desk | 02 Aug 2019 10:39 AM (IST)
ইনি ভিক্ষে করেন, কখনও প্রথাগত গানের শিক্ষা পাননি। তবু একবার শুনুন তাঁর গলা।
কলকাতা: লতা মঙ্গেশকর একজনই হন। যুগে যুগে গায়ক গায়িকারা আসেন যান কিন্তু প্রকৃত কিন্নরকণ্ঠী বলতে এখনও পর্যন্ত একজনকেই চিনেছেন তামাম ভারতীয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আগুনের মত ছড়িয়ে পড়েছে রাণাঘাট স্টেশনের এক মহিলার ভিডিও। ইনি ভিক্ষে করেন, কখনও প্রথাগত গানের শিক্ষা পাননি। তবু একবার শুনুন তাঁর গলা।