মুম্বই: রিয়া চক্রবর্তীর ভাই সৌভিকের মোবাইল ফোনে চাঞ্চল্যকর তথ্য। সৌভিক নাকি ৬ জন মাদক কারবারীকে চিনতেন।
গতকাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জায়েদ ভিলাত্রার এবং বাসিত পরিহারকে গ্রেফতার করেছিল। আজ এনসিবি আরও ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করল।
এই নিয়ে এখনও পর্যন্ত ৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হল। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এখন ড্রাগ অ্যাঙ্গেল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই কারণেই এই গ্রেফতারি।
সূত্রের খবর, ধৃত দুই মাদক পাচারকারী জায়েদ ভিলাত্রার এবং বাসিত পরিহারের ১০ দিনের হেফাজত চেয়ে বৃহস্পতিবার আদালতে আবেদন করতে পারে এনসিবি।
এদিকে, আর্থিক তছরুপের মামলায় তদন্ত করা আরেক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সৌভিক, সুশান্তের ব্যবসায়িক পার্টনার বরুণ মাথুর ও স্নুকার প্লেয়ার ঋষভ ঠক্করকে সমন পাঠিয়েছে।
এরইমধ্যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে আজ ফের অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বাবাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। ডিআরডিওর অতিথি নিবাসে সিবিআইয়ের আধিকারিকদের মুখোমুখি রিয়ার বাবা ইন্দ্রজিত্ চক্রবর্তী। সুশান্তের এক বন্ধু বরুণ মাথুরও জিজ্ঞাসাবাদের জন্য ইডি অফিসে পৌঁছেছেন।