বুকে ব্যথা , দরদর করে ঘাম দেওয়া, বাম হাতে যন্ত্রণা, বুকে চাপ ধরা, হার্ট অ্যাটাকের এই সব লক্ষণের কথা সকলেরই জানা। কিন্তু এমন কিছু ইঙ্গিত আছে, যা দেখা দিতে পারে শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গে। যেমন পায়ে ব্যথাও হতে পারে হার্টের অসুখের ইঙ্গিত।
বুকের ব্যথা হয়ত অনেকেই উপেক্ষা করে না। কিন্তু পায়ে ব্যথা হলে অনেকেই তেমন পাত্তা দেন না। কিন্তু সেটা করলে পরে বিপদে পড়তে হতে পারে। বলছেন, বেথ ইসরায়েল ডিকনেস মেডিকেল সেন্টারের কার্ডিওভাসকুলার ইনস্টিটিউটের ভাস্কুলার মেডিসিনের ডিরেক্টর ব্রেট ক্যারল। চিকিৎসকের মতে, পেরিফেরাল আর্টারি ডিজিজ বা PAD র জন্যও হার্ট অ্যাটাক হতে পারে। এটি একধরনের ব্লকেজ। পায়ে রক্ত বহনকারী ধমনীগুলিতে প্লাক জমে গেলে এই সমস্যা হতে পারে। প্রাথমিক পর্যায়ে এই সমস্যা নির্ণয় হলে বড় বিপদ এড়ানো যেতে পারে। স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে আপনি PAD হওয়ার ঝুঁকি কমাতে পারেন। পায়ের ব্যথা মানেই পেশীর দুর্বলতা বয়। কেউ ভাবেন, ভারী কিছু তুলতে গিয়ে বোধ হয় পেশীতে চোট লেগেছে। কিন্তু হয়ত আপনার পায়ে ব্যথার সঙ্গে এগুলোর কোনও যোগ নেই। হতে পারে এটি হৃদরোগের লক্ষণ । পায়ের ব্লকেজ হৃদপিণ্ডের ব্লকেজের মতোই বিপজ্জনক হতে পারে। পেরিফেরাল আর্টারি ডিজিজ (PAD) এর ফলেও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। পায়ে রক্ত বহনকারী ধমনীতে প্লাক, ক্যালসিয়াম এবং কোলেস্টেরল জমা হয়েই তা সংকীর্ণ করে দেয়।
যদি কারও হৃদরোগের ঝুঁকি বেশি থাকে, তাহলে পায়ে ব্যথার কারণ হতে পারে এই পেরিফেরাল আর্টারি ডিজিজ (PAD)। করোনারি আর্টারি ডিজিজের (CAD) আগাম সঙ্কেত হিসেবে দেখা দিতে পারে পায়ের এই সমস্যা। কারণ যে কারণে হার্টের ধমণীগুলিতে ব্লকেজ তৈরি হয়, ঠিক সেই কারণগুলির জন্যই পায়ের ধমণীতে ব্লকেজ হয়। তাই একবার শরীরে ব্লেকেজ ঘটানোর কারণগুলি ঢুকে পড়া মানেই, তা হার্টের অসুখের কারণ হতে পারে অচিরেই।
যদি কারও হৃদরোগের ঝুঁকি বেশি থাকে, তাহলে পায়ে ব্যথার কারণ হতে পারে এই পেরিফেরাল আর্টারি ডিজিজ (PAD)। করোনারি আর্টারি ডিজিজের (CAD) আগাম সঙ্কেত হিসেবে দেখা দিতে পারে পায়ের এই সমস্যা। কারণ যে কারণে হার্টের ধমণীগুলিতে ব্লকেজ তৈরি হয়, ঠিক সেই কারণগুলির জন্যই পায়ের ধমণীতে ব্লকেজ হয়। তাই একবার শরীরে ব্লেকেজ ঘটানোর কারণগুলি ঢুকে পড়া মানেই, তা হার্টের অসুখের কারণ হতে পারে অচিরেই।