টিজার মুক্তির আগে ‘কলঙ্ক’ সিনেমার ঝলক পোস্ট করলেন কর্ণ জোহর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Mar 2019 07:21 PM (IST)
নয়াদিল্লি: শ্যুটিং শুরুর আগে থেকেই বহু তারকা সমন্বিত সিনেমা ‘কলঙ্ক’ নিয়ে আলোচনার অন্ত নেই। এই পিরিওড ড্রামা নিয়ে যাতে দর্শকদের আগ্রহ বজায় থাকে, তা নিয়ে নির্মাতারা যথেষ্ট সজাগ। সিনেমার টিজার মুক্তির আগে কর্ণ সিনেমার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন জোহর। বরুণ ধবন, আলিয়া ভট্ট, মাধুরী দিক্ষীত, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কপূর ও সঞ্জয় দত্ত সহ সিনেমার সমস্ত তারকাদের এক ঝলক শেয়ার করেছেন জোহর। ১৯৪০-এর দশকে দেশভাগের সময় সংগ্রামবহুল যাত্রাপথের এক ঝলক দর্শকদের কাছে পৌঁছে দিতে এভাবে কিছু ছবি পোস্ট করেছেন জোহর। তবে ছবিগুলি ব্লার করা। একমাত্র সঞ্জয় দত্তর চরিত্রের ছবি ছাড়া অন্যান্য অভিনেতাদের মুখ দেখা যায়নি ছবিগুলিতে। তবে ছবিতে দেখা গিয়েছে, ঔপনিবেশিক আমলের ঘরবাড়ি, পুরানো গাড়ি। গত সাত মার্চ ‘কলঙ্ক’ সিনেমার পোস্টার প্রকাশিত হয়েছে। সিনেমার তিন প্রধান অভিনেত্রীর ফার্স্ট লুক গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রকাশিত হয়েছে।