মুম্বই: কিছুদিন আগেই সারা আলি খানের (Sara Ali Khan) প্রেমজীবন প্রকাশ্যে ফাঁস করে দেন কর্ণ জোহর (Karan Johar)। নিজের চ্যাট শোয়ে বলেন যে, কার্তিক আরিয়ানের সঙ্গে ডেটিং করছিলেন অভিনেত্রী। আর তারপরই সারার ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয় যে, কর্ণর এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন তিনি। তবে, সম্প্রতি কর্ণ অন্য ঘোষণা করলেন। অভিনেত্রীর রাগ ভাঙানোর জন্যই কি এমন প্রস্তাব?
সারা আলি খানকে দুটি ছবির প্রস্তাব দিলেন কর্ণ জোহর-
সদ্যই নিজের আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র শ্যুটিং শেষ করেছেন কর্ণ জোহর। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়া ভট্ট এবং রণবীর সিংহকে। সম্প্রতি কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এ (Koffee With Karan) জাহ্নবী কপূরের সঙ্গে এসেছিলেন সারা আলি খান। সেখানে তিন তারকার মজাদার কথপোকথন দেখেছিলেন দর্শকেরা। তবে, সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে কর্ণ জোহর জানিয়েছেন যে, সারা আলি খানের সঙ্গে দুটি প্রোজেক্টে কাজ করতে চলেছেন তিনি। অভিনেত্রীর সঙ্গে দুটি প্রোজেক্টে কাজ করার জন্য তিনি অত্যন্ত উচ্ছ্বসিত।
আরও পড়ুন - Vindu Dara Singh: রাজু শ্রীবাস্তবের সঙ্গে 'বিগ বস'-এর দিনগুলোর স্মৃতিচারণা করলেন বিন্দু দারা সিংহ
সম্প্রতি এক সাক্ষাৎকারে কর্ণ জোহর বলেন, 'সারা আলি খান আমার সঙ্গে অসাধারণ একটা ছবি করতে চলেছে। যে ছবি আমি প্রযোজনা করছি। অ্যামাজনের জন্য তৈরি হবে সেই ছবি। আর এই প্রোজেক্টে একসঙ্গে কাজ করার জন্য আমরা দারুণ উচ্ছ্বসিত। এটাই ওর সঙ্গে আমার আপডেট। বাদ বাকি ওর মন খারাপ কিংবা রেগে থাকার কারণ সম্পর্কে কিছু জানি না। ওর ব্যক্তিগত জীবনে কী হয়েছে, তাও জানা নেই।'
অনন্যা পাণ্ডের সম্পর্ক ফাঁস করলেন কর্ণ-
কর্ণ আরও বলেন, 'অনন্যা পাণ্ডে কারও সঙ্গে ডেটিং করছে বলেই আমার ধারণা। তবে, কার সঙ্গে ডেটিং করছে তা আমার জানা নেই।' কর্ণ জোহর সেখানেই ফাঁস করেন যে, তাঁর জন্মদিনের পার্টিতে অনন্যা পাণ্ডেকে তিনি আদিত্য রায় কপূরের সঙ্গে সময় কাটাতে দেখেছেন। তাঁরা যে একে অপরের সঙ্গে বেশ ভালোই সময় কাটাচ্ছিলেন, তা নজর এড়ায়নি কর্ণর। পাশাপাশি 'কফি উইথ করণ'-এ এসে অনন্যা নিজেও জানিয়েছিলেন যে, আদিত্যকে তাঁর খুব 'হট' মনে হয়।
প্রসঙ্গত, এতদিন টেলিভিশনে দেখা যেত 'কফি উইথ করণ'। কিন্তু চলতি সিজন থেকে তাঁর এই জনপ্রিয় চ্যাট শো দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। চলতি বছর তারকারা এসে তেমন বিতর্কিত কোনও মন্তব্য করে বিতর্ক তৈরি না করলেও কর্ণ নিজেই তারকাদের সম্পর্কে নানা অজানা তথ্য ফাঁস করছেন। যা নিয়ে আলোচনা চলছে।
অন্যদিকে, সারা আলি খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে আনন্দ এল রাইয়ের 'আতরঙ্গী রে' ছবিতে। এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করেন ধনুশ এবং অক্ষয় কুমারের সঙ্গে। তাঁকে শীঘ্রই দেখা যাবে বিক্রম মেসির বিপরীতে 'গ্যাস লাইট' ছবিতে। এছাড়াও তাঁর হাতে রয়েছে আরও বেশ কিছু ছবি। যার মধ্যে একটিতে তিনি জুটি বাঁধছেন ভিকি কৌশলের সঙ্গে।