হৃতিককে নিয়ে কমেডি ছবি করতে চলেছেন কর্ণ জোহর?
ABP Ananda, Web Desk | 04 Dec 2016 05:32 PM (IST)
মুম্বই: হৃতিক রোশনকে নিয়ে নাকি কমেডি ছবি করার কথা ভাবছেন কর্ণ জোহর। ছবিটি পরিচালনা করবেন ‘অগ্নিপথ’-এর পরিচালক কর্ণ মালহোত্রা। হৃতিকের সঙ্গে এ ব্যাপারে জোহরের প্রাথমিক কথাও হয়েছে। জানা গেছে, হৃতিককে ছবির গল্প শুনিয়েছেন জোহর। হৃতিকের তা পছন্দ হলেও তিনি এখনও হ্যাঁ করেননি। স্ক্রিপ্ট নিয়ে ভাবার জন্য আরও খানিকটা সময় চেয়েছেন। ছবির সাফল্য নিয়ে নিশ্চিত হওয়ার পরেই সবুজ সংকেত দেবেন তিনি। কর্ণ জোহর এর আগে ‘শুদ্ধি’ নামে একটি বিগ বাজেট ছবির কথা ভাবছিলেন। সলমন খান এতে কাজ করতে রাজি না হওয়ায় তিনি কথা বলেন বরুণ ধবনের সঙ্গে। কিন্তু কোনও কিছু পাকা না হওয়ায় বেশ কয়েক বছর ধরে ‘শুদ্ধি’-র কাজ আটকে রয়েছে। ছবিটি পরিচালনা করার কথা ছিল কর্ণ মালহোত্রার। ‘মাই নেম ইজ খান’-এ জোহরের সহযোগী ছিলেন তিনি। তাঁর পরিচালনায় হৃতিকের ‘অগ্নিপথ’ সুপারহিট করেছে। এখন যদি হৃতিক কমেডি ছবিটি করতে রাজি হন, তাহলে সেটি হবে কর্ণ মালহোত্রা পরিচালিত দ্বিতীয় ছবি।