ব্যাঙ্কক: পাকিস্তানকে ১৭ রানে হারিয়ে ষষ্ঠবার এশিয়া কাপের খেতাব জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এখনও পর্যন্ত ৬ বার অনুষ্ঠিত হয়েছে মহিলাদের এশিয়া কাপ। প্রতিবারই চ্যাম্পিয়ন ভারত। গতবারের মতো এবারও ফাইনালে পাকিস্তানকে হারিয়েই খেতাব জিতল ভারত। এশিয়া কাপ জেতার জন্য ভারতের মহিলা ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল, বীরেন্দ্র সহবাগ।



 

ব্যাঙ্ককে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউর। নির্ধারিত ২০ ওভারে ১২১ রান করে ভারতীয় দল। মিতালি রাজ ৭৩ রানে অপরাজিত থাকেন। ৬ নম্বরে নেমে ঝুলন গোস্বামী ১৭ রান করেন। এছাড়া কেউ দু অঙ্কের রান করতে পারেননি।



 

এরপর ১২২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটে ১০৪ রানের বেশী এগোতে পারেনি পাকিস্তান। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে একটি উইকেট নেন ঝুলন। একতা বিস্ত ২২ রান দিয়ে দুটি উইকেট নেন। গ্রুপ লিগের ম্যাচেও পাকিস্তানকে হারিয়েছিল ভারত। এবার ফের জয় পেয়ে এশিয়ার সেরা হলেন ঝুলনরা।