ব্যাঙ্ককে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউর। নির্ধারিত ২০ ওভারে ১২১ রান করে ভারতীয় দল। মিতালি রাজ ৭৩ রানে অপরাজিত থাকেন। ৬ নম্বরে নেমে ঝুলন গোস্বামী ১৭ রান করেন। এছাড়া কেউ দু অঙ্কের রান করতে পারেননি।
এরপর ১২২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটে ১০৪ রানের বেশী এগোতে পারেনি পাকিস্তান। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে একটি উইকেট নেন ঝুলন। একতা বিস্ত ২২ রান দিয়ে দুটি উইকেট নেন। গ্রুপ লিগের ম্যাচেও পাকিস্তানকে হারিয়েছিল ভারত। এবার ফের জয় পেয়ে এশিয়ার সেরা হলেন ঝুলনরা।