কর্ণ টুইট করেছেন, তাঁর সন্তানরা সময়ের দুমাস আগে জন্মে গিয়েছিলেন। আর পাঁচজন সাধারণ বাবাদের মতোই তিনিও সেসময় ঘাবড়ে গিয়েছিলেন। এই সংক্রান্ত একটি চিঠি তিনি লিখে টুইটারে পোস্টও করেন। সেখানে তিনি লেখেন যখন তিনি তাঁর সন্তানদের কোলে নিতে চাইতেন, তখন তাদের এনআইসিইউতে রাখা হত। এই নিয়ে মারাত্মক দুঃখও পেয়েছিলেন পরিচালক-প্রযোজক। তবে রুহি, যশের জন্মের খবর জানার পর তাঁকে সবাই শুভেচ্ছা জানিয়েছিলেন। তাঁদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়েছেন কর্ণ।