মুম্বই: শোনা যাচ্ছিল, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের নাকি ব্রেকআপ হয়ে গিয়েছে। কোথাও একসঙ্গে দেখা যাচ্ছিল না তাঁদের। আবার দীপিকাকে একবার ভিন ডিজেলের সঙ্গে, আর একবার প্রাক্তন প্রেমিক রণবীর কপূরের সঙ্গে দেখা যাওয়ায় জল্পনা বাড়ছিল।

দিনকয়েক আগে রণবীরের মা নীতু কপূরের সঙ্গে দীপিকাকে দেখা যাওয়ায় অনেকেই বলতে থাকেন, তাহলে বোধহয় আবার কাছাকাছি আসছেন এই দুই প্রাক্তন।

কিন্তু সব জল্পনা মিথ্যে করে আবার একসঙ্গে দেখা গেল দীপিকা ও রণবীর সিংহকে। মুম্বই বিমানবন্দরে তোলা হয়েছে তাঁদের এই ছবিটি।



ঘটনা হল, পদ্মাবতী ছবি ঘিরে যে প্রচণ্ড বিতর্ক শুরু হয়েছে, সে জন্য এই দুই প্রেমিক প্রেমিকাকে একসঙ্গে দেখা দিতে বারণ করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। কারণ, ছবিতে দীপিকা রানি পদ্মিনীর চরিত্রে আর রণবীর রয়েছেন খলনায়ক আলাউদ্দিন খিলজির চরিত্রে। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে অভিযোগে পদ্মাবতী নিয়ে তুমুল অশান্তি চলছে। সম্ভবত সে কারণেই দীর্ঘদিন তাঁদের কাছাকাছি দেখা যাচ্ছিল না।