মুম্বই:  সারোগেসির মাধ্যমে গতমাসেই দুই যমজ সন্তানের বাবা হয়েছেন কর্ণ জোহর। আজ  সকালে টুইটে করে নিজেই কর্ণ তাঁর জীবনের এই খুশির খবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আর তাঁর বাবা হওয়ার খবরে আপ্লুত গোটা বলিউড।

এই খবর প্রকাশ্যে আসার পর টুইটারে কার্যত সবচেয়ে প্রথম কর্ণকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করা আলিয়া ভট্ট-বরুণ ধওয়ান।




 

 



প্রসঙ্গত, বলিউডে বহু নতুন অভিনেতা-অভিনেত্রীকেই প্রথম ব্রেক দিয়েছেন বিখ্যাত এই পরিচালক-প্রযোজক। এবার নিজের ব্যক্তি জীবনের নতুন এই ব্রেকটি কেমন ভাবে উপভোগ করেন পরিচালক সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সবাই। তবে সন্তানদের এখন থেকে সবচেয়ে বেশি সময় দেবেন বলে জানিয়েছেন কর্ণ। তাঁর কাছে রুহি এবং যশ, তাঁর দুই সন্তানই হবে তাঁর পৃথিবী। নিজের ব্যস্ত জীবন থেকেও তাই সামান্য একটু বিরতি নিতে চলেছেন বলিউডের এই নতুন বাবা।

দেখব টুইটারে কোন তারকারা শুভেচ্ছা জানালেন কর্ণকে