মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেতা কর্ণ সিংহ গ্রোভারের (Karan Singh Grover)। স্বামীর জন্মদিনে নিজের সোশ্য়াল মিডিয়া হ্য়ান্ডলে বিশেষ বার্তা শেয়ার করলেন অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন বিপাশা বসু। ছবিটি কোনও একটি অনুষ্ঠানের। যেখানে দুই তারকাকে ক্যামেরায় পোজ দিতে দেখা যাচ্ছে। বিপাশা বসুর হাতে ধরা রয়েছএ একটি লাল গোলাপ। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'শুভ জন্মদিন আমার জীবন কর্ণ সিংহ গ্রোভার (Happy Birthday Kanar Singh Grover)'। শুধু তাই নয়, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন বিপাশা বসু। কোনওটিতে দেখা যাচ্ছে জন্মদিনের কেক কাটছেন কর্ণ। সামনে একাধিক কেক রয়েছএ অভিনেতার। আর ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে কেকে ছুরি বসাচ্ছেন তিনি। আবার কোনও ভিডিওতে দেখা যাচ্ছে বিপাশা ও অন্যান্যদের সঙ্গে নাচে গানে জন্মদিন জমজমাট কর্ণের। প্রসঙ্গত, বিপাশা বসুর জন্মদিনের সেলিব্রেশনও শুরু হয়ে গিয়েছিল মাঝ রাতে। সে ভিডিও এবং ছবি নিজেই পোস্ট করেছিলেন অভিনেত্রী। স্বামীর জন্মদিনেও তাই মাঝরাত থেকেই উদযাপন শুরু করে দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন - John Abraham: অ্যাকশন থ্রিলার ছবি নিয়ে আসছেন জন আব্রাহাম, কবে মুক্তি?
২০১৬ সালে একেবারে বাঙালি রীতি-নীতি মেনে বাঙালি কায়দায় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা কর্ণ সিংহের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রায়শই নানা ছবি ও ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। কিছুদিন আগেই বৈষ্ণোদেবী বেড়াতে যাওয়ার ছবি ভিডিও শেয়ার করেছিলেন। কাজের থেকে সামান্য বিরতি পেতেই কর্ণকে সঙ্গী করে ভ্রমণে বেরিয়ে পড়েন অভিনেত্রী। টেলিভিশনের জনপ্রিয় তারকা কর্ণ সিংহ গ্রোভার বড় পর্দাতেও নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। তাঁকে শেষবার দেখা গিয়েছে, 'ফিরকি', '৩ দেব' ছবিতে। এই মুহূর্তে তাঁর হাতে ছোট পর্দা ও বড় পর্দায় মিলিয়ে রয়েছে বেশ কিছু কাজ। অন্যদিকে, বিপাশা বসুকে এখন খুব বেশি পর্দায় দেখা না গেলেও শেষবার তাঁকে ওটিটিতে একটি ওয়েব সিরিজে দেখা যায়। বিপাশাকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে 'নহেলে পে দহেলা', 'ভেট্রি ভিরান', 'মোস্ট ওয়েলকাম টু'তে।