এবার গানে কেরিয়ার গড়তে চান বিপাশার স্বামী কর্ণ
ABP Ananda, Web Desk | 21 Jan 2017 01:04 PM (IST)
মুম্বই: টিভির পর্দায় তিনি পরিচিত মুখ। ছবিও করেছেন দুএকটি। বিপাশা বসুর স্বামী কর্ণ সিংহ গ্রোভার এবার চাইছেন গানের জগতে নাম করতে। নিজের অ্যালবামও বার করতে চলেছেন তিনি। কর্ণ জানিয়েছেন, বিপাশাই তাঁকে প্রেরণা জোগাচ্ছেন নিজস্ব মিউজিক কেরিয়ার শুরু করতে। তাঁর কথায়, তিনি গান ভালবাসেন ভীষণ। বিপাশার ভালবাসা তাঁকে গান লেখার প্রেরণা। কয়েকটি গানের ওপর তাই কাজ শুরু করেছেন তিনি। কয়েকটি গান ইতিমধ্যেই লেখা হয়ে গেছে কর্ণের, সুর দেওয়াও সারা। সফট রোম্যান্টিক থেকে রক মিউজিক- সব ধরনের গান লিখেছেন তিনি। শিগগিরই তিনি বার করবেন তাঁর নিজস্ব অ্যালবাম। এ বছরের প্রথমার্ধেই নিজের অ্যালবাম আনছেন কর্ণ।