কলকাতা: ফের নতুন প্রোজেক্টের জন্য হাত মেলাচ্ছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও কর্ণ জোহর (Karan Johar)। সোশ্যাল মিডিয়ায় নতুন এই ছবির কথা ঘোষণা করলেন পরিচালক, প্রযোজক নিজেই। এই ছবিতে দেখা যাবে তৃপ্তি দিমরি (Tripti Dimri) ও অ্যামি ভির্ক (Ammy Virk)-কে। আনন্দ তিওয়ারির (Anand Tiwari)-র পরিচালনায় মুক্তি পাবে এই ছবি। ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা এই ছবির। 


এই ছবির হাত ধরেই বলিউড পাবে এক নতুন জুটিকে ভিকি ও তৃপ্তিকে। যদিও পরিচালক আনন্দের সঙ্গে এর আগেও কাজ করেছেন ভিকি। 'লাভ পার স্কোয়ার ফিট' ('Love Per Square Foot') ছবিতে অভিনয় করেছিলেন ভিকি। এই নিয়ে আনন্দের সঙ্গে দ্বিতীয়বার কাজ করছে চলেছেন ভিকি। আর ফের একবার জুটি বাঁধছেন নতুন নায়িকার সঙ্গে। 


ইতিমধ্যেই বেশ কিছুটা শ্যুটিং হয়ে গিয়েছে এই ছবির। এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ছবির নাম নিয়ে। এই ছবির প্রযোজনার দায়িত্ব রয়েছে ধর্ম প্রোডাকশনের। সোশ্যাল মিডিয়ায় এই ছবির খবর শেয়ার করে কর্ণ লিখেছেন, 'এই ছবিটা আমার মনের ভীষণ কাছের। সেইসঙ্গে কর্ণ লিখেছেন, 'ভিকি কৌশলকে আমি কেবলমাত্র একজন শিল্পী হিসেবে নয়, একজন রুচিবোধ, ব্যক্তিত্ব ও কঠিন একজন মানুষ বলে মনে করি। ওকে আবার পরিচালনা করার অপেক্ষায় রয়েছি।' পরিচালক আনন্দ তিওয়ারিকে নিয়েও উচ্ছ্বসিত কর্ণ। তিনি বলছেন, 'এই মানুষটা বোধহয় মুম্বই শহরের সবচেয়ে মজার মানুষ আর ভীষণ ভাল মনের একটা মানুষ। ওর ছবি, খুব সফলভাবে মানুষের জীবনের সূক্ষ আবেগ অনুভূতিগুলিকে তুলে ধরে। ওর সঙ্গে হাত মিলিয়ে আমার ভাল লাগছে।'


 






প্রসঙ্গত, আপাতত নিজের নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Our Rani Ki Prem Kahani)-র মুক্তি নিয়ে ব্যস্ত কর্ণ। এই ছবিতে জুটি বেঁধেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর সিংহ (Ranveer Singh)। দুই মেরুর পরিবার কি এই বিয়েতে মত দেবে? হাসি মজার মোড়কে প্রেম, ভালবাসা, লড়াই, মন ভাঙার গল্প বলবে কর্ণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'।


আরও পড়ুন: Deepika Ranveer: সোশ্যাল মিডিয়ায় ভাঙনের জল্পনা! আলিবাগে একান্তে দীপিকার সঙ্গে জন্মদিন কাটিয়ে এলেন রণবীর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial