অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রাজ্যে রাজ্যে অগ্নিপথ-বিক্ষোভের- (Agneepath) সরাসরি প্রভাব ট্রেন সফরে। দেশজুড়ে প্রভাব পড়েছে অন্তত ২০০টি ট্রেনে (Train)। বিক্ষোভের জেরে বাতিল করতে হয়েছে ৩৫টি ট্রেনকে (Train Cancel)। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ১৩টি ট্রেনের। বাতিল হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেস (Howrah-Delhi Duronto Express), কলকাতা-জম্মু-তাওয়াই এক্সপ্রেস। পূর্বা এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড, জয়নগর হাওড়া এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন (Schedule Change)।
একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত: বিভিন্ন স্টেশনে কার্যত তাণ্ডব চলছে। যার সরাসরি প্রভাব পড়েছে ট্রেন যাত্রায়। বিভিন্ন জায়গায় আটকে পড়েছে ট্রেন। নাকাল যাত্রীরা। সব মিলিয়ে সারা দেশে ২০০টি ট্রেনের উপর প্রভাব পড়েছে। আর এই পরিস্থিতিতে গন্তব্য পর্যন্ত যেতে পারবে না ১৩টি ট্রেন। তার রুট সংক্ষিপ্ত করা হয়েছে। যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে এরাজ্যের ট্রেনও। ট্রেন বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিক্ষোভের আঁচ বাংলায়: সেনাবাহিনীতে (Army) নিয়োগের জন্য মোদি সরকারের অগ্নিপথ (Agneepath) প্রকল্পের বিরোধিতায় দেশের বিভিন্ন রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি। দিকে দিকে বিক্ষোভ চলছে। বিক্ষোভ শুরু হয়েছে বাংলাতেও। আজ সকালে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে ট্রেন অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। প্রায় ২ ঘণ্টা চলে অবরোধ। এর জেরে শিয়ালদা বনগাঁ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। পরে রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ ওঠে। এরপর বিক্ষোভকারীরা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন। কিন্তু শান্তনু ঠাকুরের বাড়ির অনেক আগেই পুলিশ তাঁদের আটকে দেয়। সকাল সাড়ে ৮টা নাগাদ হাওড়া ব্রিজে রাস্তা অবরোধের চেষ্টা করেন কয়েকজন। ব্রিজের ওপর বসে পড়ে আচমকা শারীরিক কসরত্ করতে শুরু করেন। উত্তর বন্দর থানার পুলিশ ও হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের কর্মীরা এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পুরুলিয়ার বরাকর রোডেও আজ সকালে সাড়ে ৮টা নাগাদ অবরোধ করা হয়। এর জেরে তৈরি হয় যানজট। অবরোধ তুলতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। তাতেও অবরোধ না উঠলে পুলিশ লাঠি চালায়। অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়।
আরও পড়ুন: India Corona Update: দেশে ফের উদ্বেগজনক করোনা পরিস্থিতি, বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু