কলকাতা: একটি অনুষ্ঠান ঘিরে কতই না গল্প! একদিকে যেমন এই অনুষ্ঠানে সমস্ত জল্পনা অতীত করে ফের একসঙ্গে দেখা গেল অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-কে, তেমনই এক ফ্রেমে ধরা পড়লেন বলিউডের আরেক প্রাক্তন যুগল। বৃহস্পতিবার ছিল 'ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুল'-এর বার্ষিক অনুষ্ঠানে হয়েছিল একাধিক তারকা সমাগম। হবে নাই বা কেন! এই স্কুলেই তো পড়ে অভিষেক ঐশ্বর্য্যের কন্যা আরাধ্যা বচ্চন থেকে শুরু করে শাহরুখ পুত্র আব্রাম, করিনা কপূরের দুই সন্তান ও অন্যান্য় অনেক তারকা পুত্র-কন্যারা। আর ছেলে মেয়েদের অনুষ্ঠান দেখতেই এই স্কুলের বার্ষিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সবাই। আর সেই ভিড়ে নজর এড়াল না প্রাক্তন এক যুগলও। পাশাপাশি না দাঁড়ালেও, এই ফ্রেমে ধরা গেল তাঁদের।
তাঁরা করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও শাহিদ কপূর (Shahid Kapoor)। তাঁদের একসঙ্গে শেষবার দেখা গিয়েছিল 'জব উই মেট' (Jab We Met) ছবিতে। কিন্তু শোনা যায়, এই ছবির শ্যুটিং চলাকালীন বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপরে আর কখনও একসঙ্গে কাজ করেননি শাহিদ ও করিনা। বর্তমানে তাঁদের দুজনেরই সংসার রয়েছে। করিনা দুই সন্তানের মা। শাহিদও দুই সন্তানের বাবা। সইফ আলি খানের সঙ্গে সুখের সংসার করিনার। অন্যদিকে শাহিদও সুখী মীরা রাজপুতের সঙ্গে। তবে এখনও কি তাঁরা ভুলতে পারেননি একে অপরকে।
অবশ্য এই প্রথমবার নয়, এর আগেও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তবে সবসময়েই করিনা এড়িয়ে গিয়েছেন শাহিদকে। কথা বলেননি তাঁর সঙ্গে। এই স্কুলের অনুষ্ঠানেও দেখা গেল একই ছবি। করিনা গিয়েছিলেন তাঁর ছেলের জন্য। শাহিদ গিয়েছিলেন মেয়ের জন্য। শাহিদ দাঁড়িয়েছিলেন করিনার সামান্য পিছনেই। সেই কারণেই এক ফ্রেমে ধরা পড়েছেন দুজনে। তবে যথারীতি এদিনও তাঁদের কথা বলতে দেখা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ছবি দেখে ভেসেছেন গীত ও আদিত্যের স্মৃতিতে। জব উই মেট ছবিতে করিনার চরিত্রের নাম ছিল গীত। শাহিদের চরিত্রের নাম ছিল আদিত্য।
আরও পড়ুন: Dev on Khadaan: রাত ২টোর শো হাউজফুল! 'নতুন যুগের শুরু' বলছেন উচ্ছ্বসিত দেব
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।