মুম্বই: বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া উত্তাল করিনা কপূর খানের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে। একটি ওয়েবসাইটতো তাঁদের দাবি সত্যি প্রমাণ করতে সম্প্রতি করিনার একটি অনুষ্ঠানে, তাঁর বসা, হাঁটা-চলার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, করিনা মা হতে চলেছেন।

তবে ভক্তদের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এবিষয়ে মুখ খুললেন স্বয়ং করিনা কপূর খান। অন্তঃসত্ত্বা নন করিনা। বেবোকে মা হতে দেখতে চান তাঁর সমস্ত ভক্তরাই। কিন্তু আপতত তেমন কোনও সম্ভাবনা নেই। তবে লন্ডনে তিনি এইমুহূর্তে বিশ্রাম নিচ্ছেন, এপ্রসঙ্গে করিনার মজার মন্তব্য, হ্যাঁ লন্ডনে আমি লুকিয়ে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছি।