নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় বলিউড অভিনেত্রী করিনা কপূর। মাঝে মধ্যেই 'লাল সিং চাড্ডা' অভিনেত্রী তাঁর জীবনের নানা মুহূর্তের ছবি বা ভিডিও পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় মা ববিতার সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন বেবো। ছবিতে দেখা গেল বর্ষীয়াণ অভিনেত্রী ববিতা ক্ষীর খেতে ব্যস্ত, আর সেই মুহূর্তকেই ক্যামেরাবন্দি করেছেন মেয়ে করিনা কপূর।


করিনা কপূর খান নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে লেখেন, 'মা যখন ক্ষীর খায়...মেয়ে পোজ দেয়।'


 






গত ১৬ অক্টোবর, সেফ আলি খান ও করিনা কপূরের বিবাহবার্ষিকীতে 'কভী খুশি কভী গম' অভিনেত্রী একটি থ্রোব্যাক ছবি পোস্ট করে আবেগঘন ক্যাপশন লেখেন। বেবো লেখেন, 'কোনও এক সময়ে গ্রীসে...'


 






আরও পড়ুন: Mahesh Manjrekar Update: 'আমি এখন ক্যান্সারমুক্ত', ঘোষণা অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকরের