মুম্বই: বলিউড অভিনেত্রী করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহের অভাব নেই। তিনি কী করছেন, কোন পোশাক পরছেন, কোথায় যাচ্ছেন, সমস্ত কিছু নিয়েই আগ্রহ প্রকাশ করেন নেটিজেনরা। পাশাপাশি মন্তব্যও করতে ছাড়েন না। কিছুদিন ধরেই গুঞ্জন রটছিল যে, তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কপূর খান। এই গুঞ্জনের সূত্রপাত হয় বেবোর পোস্ট করা একটি ছবিকে কেন্দ্র করে। সেফ আলি খান ও আরও এক বন্ধুর সঙ্গে একটি ছবি পোস্ট করেন করিনা কপূর খান। সেই ছবিতে কালো রঙের টপে দেখে নেটিজেনদের মতে হয় যে, করিনা কপূর খান সম্ভাবত অন্তঃসত্ত্বা। ব্যাস, অভিনেত্রীর তৃতীয়বার মা হতে চলার খবর তাঁরাই আগে দিতে শুরু করেন। কিন্তু সেই প্রশ্নের জবারও দিয়েছেন করিনা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করে তিনি সোজা জানিয়ে দেন যে, ওয়াইন আর পাস্তা খাওয়ার ফলেই তাঁর চেহারা অমন হয়েছে। এর পর হালকা মজার ছলেও তিনি বলেন যে, সেফ আলি খান নাকি বলেছেন যে, দেশের জনসংখ্যা বৃদ্ধিতে তিনি অনেকটাই অবদান রেখেছেন।
করিনা কপূর খানের সেই বিবৃতির পরও তাঁর তৃতীয়বার মা হতে চলার গুঞ্জন থামেনি। বরং ফের নেটিজেনদের একাংশ তাঁকে মা হতে চলা নিয়ে নানা প্রশ্ন করেছেন। আর এবার সেই প্রশ্নেই বেজায় রেগে গিয়েছেন অভিনেত্রী।
রেগে গেলেন করিনা কপূর খান-
আর দিন কয়েক পরই মুক্তি পাবে করিনা কপূর খান ও আমির খানের বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা'। ছববির প্রচারে এসেই তৃতীয়বার মা হতে চলার গুঞ্জন প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী। তিনি বলেন, 'ওই ছবিটা মর্ফড ছিল। আমিও ছবিটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আগেই বলেছি ওটা পাস্তা আর ওয়াইনের ফল। আমি ৪০ দিন ছুটিতে কাটিয়েছি তখন। আমারও মনে নেই, সেই সময়টায় আমি কত পিৎজা আর কত পাস্তা খেয়েছি। ব্যস। এটুকুই। আমিও মানুষ। কোনও যন্ত্র নই।'
আরও পড়ুন - Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, আজকের সেরা বিনোদনের খবর
প্রসঙ্গত, দ্বিতীয় বার মা হতে চলার সময় থেকেই 'লাল সিং চাড্ডা' ছবির শ্যুটিং শুরু করেন করিনা কপূর খান। মাঝে করোনা পরিস্থিতি শুরু হয়ে যায়। ছবির শ্যুটিং কিছুটা বন্ধ থাকে। এরপর দ্বিতীয়বার মা হন। তারপর ফের বাকি ছবির শ্যুটিং করেন। আর বেশ কয়েকবার মুক্তির দিন বদলের পর অবশেষে আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে 'লাল সিং চাড্ডা'। নির্মাতা থেকে অনুরাগীরা সকলেই অপেক্ষায় রয়েছেন পর্দায় আমির- করিনার ম্যাজিক দেখার জন্য। দেখা যাক বলিউডের মিস্টার পারফেকশনিস্ট এবার কী বার্তা দেন ছবির মাধ্যমে।