মুম্বই: আজ জন্মদিন সেফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) দ্বিতীয় সন্তান জেহ আলি খানের (Jeh Ali Khan Birthday)। আজ এক বছরে পা দিল ছোট্ট জাহাঙ্গীর। ছোট ছেলের জন্মদিন উপলক্ষে নানা ক্যামেরাবন্দি বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন করিনা কপূর খান, সারা আলি খান। তারই একটি ছবিতে দেখা গেল চার সন্তানের সঙ্গে সেফ আলি খানকে।
এদিন বলিউড অভিনেত্রী সারা আলি খান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছোট ভাই জেহ আলি খানের জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ইব্রাহিম, তৈমুর আর ছোট্ট জেহ-র সঙ্গে আনন্দ উপভোগ করছেন অভিনেত্রী। সেই সমস্ত ক্যামেরাবন্দি বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। কোনও ছবিতে তাঁকে ছোট ভাইকে কোলে নিয়ে থাকতে দেখা গিয়েছে। আবার কোনও ছবিতে দেখা যাচ্ছে, তিনি ছোট ভাইকে খাইয়ে দিচ্ছেন। সব জায়গাতেই তাঁদের সঙ্গে আনন্দ করতে ব্যস্ত সেফ আলি খান। ক্যামেরাবন্দি সেই সমস্ত অমূল্য ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট হতেই নেট নাগরিকরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ছবি পোস্ট করে সারা আলি খান লিখেছেন, 'প্রথম জন্মদিনের শুভেচ্ছা জেহ।'
আরও পড়ুন - Priyanka-Nick Update: মা হওয়ার পর প্রথম ডেট নাইট, নিকের সঙ্গে রোম্যান্টিক ছবি প্রিয়ঙ্কার
চার সন্তানের সঙ্গে সেফ আলি খানের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন বলি ডিভা করিনা কপূর খান। তিনি এই বিশেষ ছবি পোস্ট করে লিখেছেন, 'ভালোবাসার অ্যালবামের বিশেষ ছবি'। প্রসঙ্গত, সেফ-করিনার সন্তানদের সঙ্গে প্রায়শই সময় কাটাতে দেখা যায় সারা আলি খান ও ইব্রাহিম আলি খানকে।
করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) দ্বিতীয় সন্তান জাহাঙ্গির (Jehangir)। আজ ২১ ফেব্রুয়ারি গুটি গুটি পায়ে ১ বছরে পৌঁছল সে। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি পোস্টে খুদে নবাবকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর মা। তৈমুর (Taimur) ও জাহাঙ্গিরের একসঙ্গে হামাগুড়ি দেওয়ার একটি ছবি শেয়ার করে মজার ক্যাপশন লিখেছেন তাতে। বেবো জাহাঙ্গিরের মতো করে লেখেন, 'ভাই, আমার জন্য অপেক্ষা করো, আমার ১ বছর হয়ে গেল আজ... পৃথিবীটা একসঙ্গে ঘুরে দেখা যাক... অবশ্যই সঙ্গে মা আমাদের সর্বত্র অনুসরণ করবে... শুভ জন্মদিন আমার জেহ বাবা... আমার জীবন... আমার ছেলে...।'