মুম্বই : ৯ বছর আগে আজকের দিনেই বলিউডের জনপ্রিয় অভিনেতা সেফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। হ্যান্ডসাম হাজব্য়ান্ডের সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন বেবো। যা দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে অন্যান্য তারকারাও।


আরও পড়ুন - Raavan First Poster: আসছে নতুন ছবি 'রাবণ', অপ্রত্যাশিত লুকে হাজির টলিউড সুপারস্টার জিৎ


বলিউডের তারকা দম্পতিদের মধ্যে করিনা কপূর খান এবং সেফ আলি খানের জুটি যথেষ্ট চর্চিত। তাঁরা কী করছেন, কোথায় যাচ্ছেন, কীভাবে সময় কাটাচ্ছেন, অনুরাগীরাও তা সবসময় জানতে আগ্রহী থাকেন। আর অনুরাগীদের সঙ্গে নিজেদের আনন্দের মুহূর্তও ভাগ করে নেন করিনা কপূর খান। প্রায়শই ছোটে নবাবের সঙ্গে এবং দুই সন্তান তৈমুর ও জেহ-র সঙ্গে ছবি ভিডিও পোস্ট করে থাকেন তিনি। এবারও তেমনই বিবাহবার্ষিকীতে গ্রিসে একসঙ্গে কাটানো পুরনো একটি ছবি পোস্ট করেছেন 'যব উই মেট' অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'ওয়ান্স আপন এ টাইম ইন গ্রিস। এক বাটি স্যুপ আর আমরা। জীবন বদলে গেল আমার। শুভ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাই বিশ্বের সবথেকে হ্যান্ডসাম মানুষটাকে।'



করিনা কপূরের বিবাহবার্ষিকীর এই ছবি দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন বলিউডের অন্যান্য় তারকারাও। প্রিয়াঙ্কা চোপড়া, রকুলপ্রীত সিংহ, ক্যাটরিনা কাইফ, থেকে দিদি করিশ্মা কপূর এবং আরও অন্যান্য় তারকারা এই জনপ্রিয় জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। বাদ যাননি অনুরাগীরাও। করিশ্মা কপূর শুভেচ্ছা জানানোর সঙ্গে লিখেছেন, 'সবসময়ের সবথেকে পছন্দের জুটি।' প্রসঙ্গত, গ্রিসে 'তাশান' ছবির শ্যুটিং করার সময়ই করিনা কপূর খানকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সেফ আলি খান। তাই সেই সময়কার ছবি তাঁদের জীবনে অন্য মাত্রা রাখে, তা বলাই বাহুল্য।


আরও পড়ুন - ধর্মেন্দ্রর প্রথম স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক হেমা মালিনীর? ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন 'ড্রিম গার্ল'


করিনা কপূর খানকে খুব শীঘ্রই আমির খানের সঙ্গে 'লাল সিংহ চাড্ডা' ছবিতে দেখা যেতে চলেছে। অন্যদিকে, 'আদিপুরুষ', 'বিক্রম বেদা' এবং 'বান্টি অউর বাবলি টু' ছবিতে দেখা যেতে চলেছে সেফ আলি খানকে।