করিনার বিরুদ্ধে পরচর্চার অভিযোগ নতুন নয়। এর আগে কর্ণ জোহর ও রণবীর কপূরও বলেছেন, তাঁরা করিনার কাছ থেকেই চলচ্চিত্র জগতের সাম্প্রতিক সব খবর পেয়েছেন। করিনাকে কিছুদিন পরেই সোনম কপূরের হোম প্রোডাকশনের ছবি ‘ভীরে ডি ওয়েডিং’-এ দেখা যাবে। সম্প্রতি দিল্লিতে শ্যুটিং শেষ করেছেন করিনা। পরচর্চা বন্ধ করো, করিনাকে পরামর্শ মালাইকার
Web Desk, ABP Ananda | 22 Feb 2018 04:20 PM (IST)
মুম্বই: ‘করিনা কপূর, গসিপ ছড়ানো বন্ধ করো।’ এমনই পরামর্শ দিলেন মালাইকা অরোরা। একটি চ্যাট শোয়ে তিনি এই মন্তব্য করেছেন। ওই চ্যাট শোয়ের উপস্থাপক ছিলেন বলিউডের অপর এক অভিনেত্রী নেহা ধুপিয়া। সেখানে বোন অমৃতা অরোরার সঙ্গে গিয়েছিলেন মালাইকা। নেহা যখন মালাইকাকে বলেন, ‘করিনাকে তুমি কী পরামর্শ দিতে চাও?’ তখনই এই মন্তব্য করেন করিনার ঘনিষ্ঠ বন্ধু মালাইকা।