নয়াদিল্লি: মুক্তি পেল বলিউড ছবি 'ক্রু'র টিজার ('Crew' Teaser Out)। প্রথমবার একসঙ্গে এক পর্দায় তিন তারকা, করিনা কপূর খান (Kareena Kapoor Khan), তব্বু (Tabu) ও কৃতি শ্যানন (Kriti Sanon)। শুক্রবার প্রথম লুক প্রকাশের পর কৌতুক পূর্ণ টিজার প্রকাশ পেল। কী বলছেন অনুরাগীরা?
মুক্তি পেল 'ক্রিউ' টিজার
রাজেশ কৃষ্ণণ পরিচালিত 'ক্রু' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৯ মার্চ। মুখ্য চরিত্রে বলিউডের তিন ডিভা, করিনা, তব্বু ও কৃতী। নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই শেয়ার করলেন টিজার। সেখানে ঝলক মিলল অভিনেতা-গায়ক দিলজিৎ দোসানজ ও অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মার। টিজারেই স্পষ্ট এই ছবি খিল ধরাবে দর্শকের পেটে।
এই টিজার নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রীরা লেখেন, 'কুর্সিকি পেটি বাঁধ লে, কিউঁ কি ইয়াহা কা তাপমান আপকে লিয়ে বহত গরম হোনে ওয়ালা হ্যায়' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'সিটবেল্ট বেঁধে নিন কারণ এখানের তাপমাত্রা আপনার জন্য উত্তপ্ত হতে চলেছে', ঠিক যেমনটা বিমানে চড়লে শোনা যায়। প্রসঙ্গত, আগেই জানা গিয়েছিল এই ছবিতে বিমানসেবিকার চরিত্রে দেখা যাবে তিন অভিনেত্রীকে। তবে নিঃসন্দেহে তাতে রয়েছে ট্যুইস্ট।
টিজারের শুরুতেই ইন-ফ্লাইট কেবিন ক্রু মেম্বারকে চিরাচরিত ঢঙে নিরাপত্তা নেওয়ার নিয়মাবলী বলতে শোনা যাচ্ছে, কিন্তু সেই প্রথম সংলাপ থেকেই হাসি পেতে বাধ্য। গত ৬ মাস ধরে রোজের একঘেয়ে রুটিনে বিরক্ত করিনা কপূরের চরিত্র। এবার তিন বন্ধু মিলে কোনও এক মিশনে পাড়ি দেবে, যা হাস্যরসে পরিপূর্ণ হবে বলে দাবি নির্মাতাদের। টিজারের শেষের দিকে করিনার উদ্দেশে তব্বুকে বলতে শোনা যায়, যে সে মুখে যেটা মাখছে সেটা 'ফাউন্ডেশন', 'টাইম মেশিন' নয়। টিজারে ১৯৯৩ সালে মুক্তি পাওয়া 'খল নায়ক' ছবির অত্যন্ত জনপ্রিয় গান 'চোলি কে পিছে'র অংশ শুনতে পাওয়া যায়।
নির্মাতাদের তরফে ইউটিউবে এই ছবি সম্পর্কে লেখা হয়, ''ক্রু' একটি বিনোদনমূলক এবং চিত্তাকর্ষক কমিক অ্যাডভেঞ্চার! মুম্বই থেকে তিনজন সাধারণ বিমানসেবিকা তাদের স্বপ্ন অনুসরণ করার জন্য যাত্রা শুরু করে কিন্তু অপ্রত্যাশিত দুর্ভোগের মধ্যে আটকে পড়ে।' এরপরের ঘটনাই দেখাবে এই ছবি। 'ক্রিউ' ছবির প্রযোজক একতা কপূর ও রিয়া কপূর। 'বীরে দি ওয়েডিং' ছবির পর এটি রিয়া কপূরের সঙ্গে করিনার দ্বিতীয় কাজ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।