নয়াদিল্লি: ২০১৭ সালের ১৭ মে, ভারতে ওই দিনই রিলিজ করেছিল সাকেত চৌধুরী পরিচালিত ছবি ‘হিন্দি মিডিয়াম’। ইরফান খান ও পাক তারকা সাবা কামারের কেমিস্ট্রি সিনেপ্রেমীদের এতটাই পছন্দ হয়েছিল, যে এই ছবি প্রায় সাড়ে তিনশো কোটির ব্যবসা করেছিল।  এবার সেই ছবিরই সিক্যুয়েল হিসেবে আসছে ‘আংরেজি মিডিয়াম’। কেন্দ্রীয় চরিত্রে থাকবেন ইরফান খান। সঙ্গে থাকবেন পাক অভিনেত্রী সাবাও। তবে এবার এই ছবিতে থাকছে আরও একটি চমক। করিনা কপূর খান অভিনয় করবেন ‘আংরেজি মিডিয়াম’-এ। একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।





বি-টাউন সূত্রে খবর, চলতি বছরেই শুরু হবে এই ছবির শ্যুটিং। লন্ডনেই শ্যুটিং হওয়ার কথা। তবে সাকেত চৌধুরীর পরিবর্তে এই ছবি ডিরেক্ট করবেন হোমি আদাজানিয়া। অতীতে ‘এভরিবাডি সেস আই এম ফাইন’, ‘বিইং সাইরাস’, ‘দ্য ফকির অব ভেনিস’, ‘ককটেল’,  ‘রাবতা’-র মতো ছবি বানিয়েছেন তিনি। এবার দীনেশ ভাইজানের প্রযোজনায় ‘আংরেজি মিডিয়াম’ বানাবেন তিনি।