নয়াদিল্লি: নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটির কেন্দ্রে ক্ষমতায় আসা ঠেকাতে তাঁরা যা যা প্রয়োজন, সব করবেন বলে জানালেন অরবিন্দ কেজরিবাল। সাধারণ নির্বাচনের পর তাঁরা ‘ধর্মনিরপেক্ষ মহাগঠবন্ধন’কে সমর্থন করবেন বলে দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশের পর সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আমআদমি পার্টি (আপ) আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী।
দিল্লির পূর্ণ রাজ্যের মর্যাদা আদায় করাই আপের প্রধান টার্গেট হবে বলেও জানান কেজরিবাল। বলেন, দিল্লিকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি আদায়ের লক্ষ্যেই আমরা লড়ব।
তবে দিল্লিতে কংগ্রেস ও আপের নির্বাচনী সমঝোতা না হওয়ার জন্য রাহুল গাঁধীকেই দুষেছেন কেজরিবাল। তিনি বলেন, সমঝোতা কি ট্যুইটারে হয়, রাহুল গাঁধীকে প্রশ্ন করতে চাই। মোদি, শাহ জুটি ক্ষমতায় ফিরলে সেজন্য শুধু উনিই দায়ী থাকবেন।
হিন্দু, শিখ ও বৌদ্ধরা বাদে অনুপ্রবেশকারীদের বিতাড়নের কথা বলায় বিজেপি সভাপতি অমিত শাহকে কাঠগড়ায় তুলে কেজরিবাল বলেন, এতে প্রমাণ হয়, এই তিনটে বাদে বাকি সব ধর্মকে বাদ দিতে চায় বিজেপি। দেশের ঐক্যকেই বিজেপি চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে অভিযোগ করেন কেজরিবাল, বলেন, এবারের নির্বাচন দেশ রক্ষায় সাহায্য করতে পারে। তিনি বলেন, শাহ-মোদি জুটিকে থামাতে আমরা সব কিছু করব। মহাজোটের সরকারকে সমর্থন করব। দেশ, সংবিধান বাঁচানোর জন্যই ২০১৯-এর নির্বাচন। সবার আগে আমরা ভারতীয়, তারপর হিন্দু বা মুসলিম। আমাদের ঐক্যকে চ্যালেঞ্জ করা হচ্ছে। একমাত্র ধর্ম ও জাতপাতের লাইনে আমাদের বিভাজন না হলেই দেশ বাঁচানো সম্ভব।