১৯৮৬ সালে প্রকাশিত উইন্সটন গ্রুমের লেখা উপন্যাস ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া একই নামের মার্কিন ছবির অনুপ্রেরণায় ‘লাল সিংহ চাড্ডা’ ছবিটি তৈরি হচ্ছে। এর আগে ‘থ্রি ইডিয়টস’ ও ‘তলাশ’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন আমির ও করিনা। এই নিয়ে তৃতীয়বার তাঁরা একসঙ্গে কাজ করতে চলেছেন। আমিরের ‘লাল সিংহ চাড্ডা’-য় করিনা
Web Desk, ABP Ananda | 22 Jun 2019 05:29 PM (IST)
১৯৮৬ সালে প্রকাশিত উইন্সটন গ্রুমের লেখা উপন্যাস ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া একই নামের মার্কিন ছবির অনুপ্রেরণায় ‘লাল সিংহ চাড্ডা’ ছবিটি তৈরি হচ্ছে।
মুম্বই: ‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে করিনা কপূর খানকে। আমির এই ছবির অন্যতম প্রযোজক। ছবিটি পরিচালনা করছেন ‘সিক্রেট সুপারস্টার’ খ্যাত অদ্বৈত চন্দন। ২০২০ সালের বড়দিনে ছবিটি মুক্তি পাওয়ার কথা।