নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী করিনা কপূর খানের ছেলে তৈমুরের কিউটনেস সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চার বিষয়। এর আগে সইফ আলি খান-করিনার ছেলের নাম নিয়েও বিতর্ক কম হয়নি। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে করিনা তৈমুর সম্পর্কে অনেক কথা বললেন। জানালেন, আসলে তাঁর ছেলের নাম ফৈয়জ রাখার কথা হয়েছিল।
ওই অনুষ্ঠানে করিনার সঙ্গে এসেছিলেন তাঁর দিদি করিশ্মা কপূর। তাঁকে প্রশ্ন করা হয়। ব্যক্তিগত জীবনে সোশ্যাল মিডিয়ার দখলদারি কতটা প্রভাব ফেলে,বিশেষ করে তাঁর ছেলের নাম নিয়ে যেভাবে ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়েছিল।
এর জবাব করিনা বলেছেন, 'এটা ঠিক যে ট্রোলিং হচ্ছিল। কিন্তু সেই সময় এমন অনেক লোক ছিল যাঁরা আমাদের সমর্থন করেছিলেন। তাই ট্রোলিং আমাদের কাছে কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয়'।
করিনা আরও বলেছেন, 'সন্তানের জন্মের জন্য যেদিন আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সইফ ছেলে হলে ফৈয়জ রাখার করা বলেছিল। ও বলেছিল, বেবো, এটা অনেক বেশি কাব্যিক নাম হবে। তখন আমি বলেছিলাম, তৈমুর মানে তো লোহা। ছেলে হলে আমার ছেলে হবে লড়াকু। আমি লৌহ মানবের জন্ম দেব'।
সোশ্যাল মিডিয়ায় তৈমুরকে নিয়ে এত আকর্ষণ কি তিনি পছন্দ করেন?এর জবাবে করিনা বলেছেন, তৈমুরের প্রতিটি পদক্ষেপ নিয়ে এত মাতামাতি তাঁর আদৌ পছন্দ নয়। কারণ, ওর বয়স তো সবে ১৪ মাস। কিন্তু বিষয়টিকে কীভাবে রুখবেন, তা তাঁর জানা নেই বলেও মন্তব্য করেছেন করিনা। তিনি বলেছেন, 'আমার মনে হচ্ছে, ও ক্যামেরার সঙ্গে বেশ পরিচিত হয়ে উঠেছে। সোজা ক্যামেরার দিকে তাকায় ও'।
তৈমুরের অন্য নাম রাখতে চেয়েছিলেন সইফ, জানালেন করিনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Mar 2018 02:06 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -