মুম্বই: সম্প্রতি সাতপাকে বাঁধা পড়লেন কপূর পরিবারের ভাগ্নে আরমান জৈন। তাঁর বিয়েতে কার্যত বসে গেছিল চাঁদের হাট। বিজনেস টাইকুন থেকে বলিউডের তাবড় অভিনেতা অভিনেত্রীরা হাজির ছিলেন অনুষ্ঠানে। বিগ বি থেকে কিং খান, কে ছিলেন না সেখানে!
কপূর খানদানের স্টার-মেগাস্টার-সুপারস্টাররা তো ছিলেনই। শুধু উপস্থিতি নয়, সকলেই নাচে-গানে মাতিয়ে দিলেন বিবাহ-আসর। মঞ্চ মাতালেন করিনা-করিশ্মারা।
‘কভি খুশি কভি গম’-ছবিতে করিনার ‘বোলে চুড়িয়া’-র নাচ ভোলেননি কেউ নিশ্চয়ই! সেই গানের সঙ্গেই নেচে আবারও ভাইরাল করিনার ডান্স ভিডিও। সঙ্গত করলেন করিশ্মা ও কর্ণ জোহর।
এর আগে ভাইয়ের ‘বরাত’-এ জমিয়ে নাচতে দেখা যায় করিনাকে। তৈমুরও কম যায়নি। আরমানের নক্ষত্রখচিত রিসেপশনের ছবি সকলকে তাক লাগিয়ে দিয়েছে সকলকে।