লখনউ: বুধবার থেকে লখনউতে শুরু হতে চলা ডিফেন্স এক্সপো-র ঠিক আগে গোটা উত্তরপ্রদেশ জুড়ে জঙ্গিহামলার সতর্কতা জারি। কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট অনুয়ায়ী, বেশকিছু জঙ্গি নেপাল সীমান্ত হয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে। এরপরই লখনউ সহ গোটা উত্তরপ্রদেশে জারি হয়েছে হাই টেরর অ্যালার্ট।
মঙ্গলবার গোয়েন্দারা যে সতর্কতা জারি করেছে, আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, অন্তত ১১টি জঙ্গি সংগঠন ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে। তাদের মূল টার্গেট হচ্ছে লখনউয়ের ‘ডেফ এক্সপো’।
জঙ্গিহামলার আশঙ্কার কথা সামনে আসতেই, নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলি। প্রশাসন চূড়ান্ত বন্দোবস্ত করছে। আঁটোসাঁটো করা হয়েছে সুরক্ষা ব্যবস্থা। নিশ্ছিদ্র করা হয়েছে ভিভিআইপি ও বিদেশি ডেলিগেটদের নিরাপত্তা। এক্সপো-র স্থল ও তার আশেপাশের এলাকায় টহল দিচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) বাহিনী।
বুধবারই এই অনুষ্ঠান শুরু হতে চলেছে। উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুবছর অন্তর হওয়া এই অনুষ্ঠানে এবার ১১তম সংস্করণ। এবারের এক্সপো-র থিম ‘ভারত: উদীয়মান প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী হাব’। লক্ষ্য হল, প্রতিরক্ষায় সর্বাধুনিক প্রযুক্তিকে এক ছাতর তলায় নিয়ে আসা এবং সরকারি-বেসরকারি ও স্টার্টআপকে সুযোগ করে দেওয়া।
প্রসঙ্গত, ডেফ এক্সপো-২০২০ তে বিদেশি অভ্যাগতদের তালিকায় রয়েছেন ৩৫টি দেশের প্রতিরক্ষামন্ত্রী, ৫৪টি দেশের সামরিক প্রধান এবং বিশ্বের প্রথম সারির অস্ত্র প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধি ও শিল্পপতিরা। এক হাজারের বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান তাদের সম্ভার পেশ করতে চলেছে। ভারতে এটিই হল সর্ববৃহৎ প্রতিরক্ষা মেলা। এই ইভেন্টে দেশের প্রতিরক্ষা, মহাকাশ ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় দিকগুলির ওপর আলোকপাত করা হবে।
আজ লখনউতে উদ্বোধন ‘ডেফ এক্সপো ২০২০’-এর, জঙ্গি-হামলার আশঙ্কা গোয়েন্দাদের, হাই-অ্যালার্ট জারি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2020 10:14 AM (IST)
বেশকিছু জঙ্গি নেপাল সীমান্ত হয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে।
অন্তত ১১টি জঙ্গি সংগঠন ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে।
তাদের মূল টার্গেট হচ্ছে লখনউয়ের ‘ডেফ এক্সপো’।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -