মুম্বই: ৪৪ পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী সোহা আলি খান। ৪ অক্টোবর জন্মদিন পালন করলেন নবাব কন্যা। আর ননদের জন্মদিনে বিশেষ পোস্টে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী করিনা কপূর খান। 


শুভ জন্মদিন সোহা আলি খান


এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি স্টোরি পোস্ট করেন করিনা কপূর খান। সেই 'থ্রোব্যাক' ছবিতে দেখা যাচ্ছে বার্থডে গার্ল সোহাকে। সঙ্গে করিনা, শর্মিলা ঠাকুর ও সাবা পটৌডি। ক্যাপশনে করিনা লেখেন, 'সুন্দর ও সঙ্গ দেয়'। 




এরপরে আরও একটি ছবি পোস্ট করেন করিনা। সেটি সেফ আলি খানের প্রথম বিয়ের। অভিনেতাকে বর বেশে দেখা যাচ্ছে ছবিতে। এথনিক পোশাকে সামনে দুই বোনকে দেখা যাচ্ছে। সেখানে করিনা লেখেন, 'শুভ জন্মদিন ডার্লিং সোহা'। 




আরও পড়ুন: 'Adipurush': 'আদিপুরুষের VFX আমাদের করা নয়', সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মাঝে বিবৃতি অজয় দেবগণের সংস্থার


এদিন বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে সময় কাটান সোহা আলি খান। বন্ধুদের সঙ্গেই সারেন 'ব্রাঞ্চ'। পোস্ট করেন একগুচ্ছ ছবি। হালকা হলুদ রঙের ড্রেসে বেশ স্নিগ্ধ দেখাচ্ছিল বার্থডে গার্লকে।