মুম্বই: কথা হচ্ছিল বেতন বৈষম্য প্রসঙ্গে। পুরুষ সহকর্মীদেরও এই অসাম্য ঘোচানোর জন্য সরব হওয়া উচিত, এই বক্তব্যই অনিল কাপুরের কাছে পেশ করেন করিনা কাপুর খান। যার উত্তরে অনিল বলে ওঠেন, ‘তুমি তো প্রচুর পয়সা নিয়েছিলে।’ যা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান করিনা।
অনিল কাপুর যদিও তাঁর পুরো বক্তব্যটা তারপর বুঝিয়ে বলেন। বীরা দি ওয়েডিং সিনেমার কাস্টিংয়ের সময় প্রডিউসাররা অনিলকে ফোন করে বলেছিলেন, ‘হিরোর থেকেও তো ও বেশি চাইছে।’ যার উত্তরে বলেছিলাম, ‘দিয়ে দাও। বেবো যেটা বলবে, সেটা দিয়ে দাও।’
এভাবে টাকা-পয়সা নিয়ে কথা চলার মাঝে অনিল কাপুরকে ফোন করে গোটা বিষয়টা বলার প্রসঙ্গ শুনে করিনা কিছুটা থমকে গিয়েছিলেন প্রথমে। যারপর তিনি অনিলের প্রশংসাই করেন। করিনা বলেন, ‘ব্যক্তিগতভাবে তোমাকে চিনি, আর ইতিবাচক মানসিকতা সম্পর্কেও ওয়াকিবহাল। কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেকেই এই মানসিকতা পোষণ করে না, জানোই বিষয়টা।’
বেতন বৈষম্য় নিয়ে করিনার করা যে অভিযোগ কার্যত মেনে নেন অনিল। যদিও ব্যক্তি পরিসরে বিবেদ ঘোচানোর যথাসাধ্য চেষ্টা তিনি করেন বলেই জানান। অনিল বলেন, ‘এমন অনেক সিনেমা করেছি যেখানে অভিনেত্রীরা আমার থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন। আমি কিন্তু সেখানেও একইরকম আনন্দের সঙ্গেই নিজের কাজটা করেছি।’
বেওয়ফা, তশন-র মতো সিনেমায় করিনা কাপুরের সঙ্গে একসঙ্গে অভিনয় করেছেন অনিল কাপুর। করণ জোহরের পরের বিগ বাজেট সিনেমা তখত-এও একসঙ্গে দেখা যাবে তাদের। যেখানে রনবীর সিংহ, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, ভিকি কৌশল ও ভুমি পেডনেকরেরও অভিনয় করার কথা যে সিনেমায়।
চলতি বছরের মার্চ থেকে ইউরোপে তখত সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ধরা পড়ার পরই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে যে সিনেমার শুটিং। জানা যাচ্ছে, মুঘল জমানায় ঔরঙ্গজেব ও তাঁর ভাই দারা শিকোর মধ্যে সম্পর্ক তুলে ধরা হবে সিনেমাটিতে। এদিকে, এই মুহূর্তে তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায় করিনা কপুর খান।
বেতন বৈষম্যের প্রসঙ্গে জানতে চেয়ে অনিল কাপুরের থেকে করিনা শুনলেন , ‘তুমি তো প্রচুর টাকা নিয়েছিলে’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jan 2021 11:06 AM (IST)
বীরা দি ওয়েডিং সিনেমার কাস্টিংয়ের সময় প্রডিউসাররা অনিলকে ফোন করে বলেছিলেন, ‘হিরোর থেকেও তো ও বেশি চাইছে।’ যার উত্তরে বলেছিলাম, ‘দিয়ে দাও। বেবো যেটা বলবে, সেটা দিয়ে দাও।’
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -